এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড। ছাওম বা ছিয়াম অর্থ বিরত থাকা। শরী’আতের পরিভাষায় আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছুবহে ছাদিক্ব হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন সম্ভোগ হতে বিরত থাকাকে ‘ছাওম’ বা ‘ছিয়াম’ বলে। আল্লাহ তা’আলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর ছিয়াম ফরয করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরয করা হয়েছিল। যাতে তোমরা তাক্বওয়া অর্জন করতে পার’ (বাক্বারাহ ১৮৩)।
ফাযায়েল : عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ اللهِ مَنْ صَامَ رَمَضَانَ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ قَامَ رَمَضَانَ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
আরও ইসলামিক বই দেখুনঃ
- রামাযানের সাধনা pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- এক নযরে আক্বীদা ও তাওহীদ pdf বই ডাউনলোড
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের আশায় রামাযানের ছিয়াম পালন করবে, তার বিগত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের আশায় তারাবী ছালাত আদায় করবে, তার বিগত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে।
যে ব্যক্তি ঈমানের সাথে ছওয়াবের আশায় ক্বদরের রাত্রি জাগরণ করবে, তার বিগত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে’ । অন্য হাদীছে এসেছে, عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ صُفَّدَتِ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الجِنَّ وَغُلَّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابُ وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقُ مِنْهَا بَابٌ وَنَادَى مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلهِ عُتَقَاءُ مِنَ النَّارِ وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ.
জাহান্নামের দরজা বন্ধ করা হয়!
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যখন রামাযানের প্রথম রাত্রি আসে, তখন শয়তান ও অবাধ্য জিন সকলকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, আর কোন দরজা খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ খোলা হয়, আর কোন দরজা বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অভিসারী! তুমি অগ্রসর হও। হে অকল্যাণের অভিসারী! তুমি থাম।
আল্লাহ তা’আলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আর এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে’। অন্য হাদীছে এসেছে, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন।৩ অন্য বর্ণনায় এসেছে, ‘জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়’ ।আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি সৎ আমল ১০ থেকে ৭শ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু মহান আল্লাহ বলেন, ছিয়াম ব্যতীত। কারণ এটা একমাত্র আমার জন্যই রাখা হয়, আর এর প্রতিদান আমি নিজেই দিব। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রোজা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3 MB |
প্রকাশ সাল | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | মুযাফফর বিন মুহসিন |
বইয়ের অনুবাদকঃ |