কর্মবীর pdf বই ডাউনলোড। পাঠক। বশিরহাট পশ্চিম পাড়া মছজেদের এমাম জনাব ছুফী মোহাম্মদ আব্দুশ শাফী ছাহেব যিনি নিজেই মাওলানা ছাহেবকে স্বতঃপ্রবৃত্ত হইয়া কলিকাতা আলিয়া মাদ্রাছায় ভর্তি করাইয়া দিয়াছিলেন, ইহার একটু পরিচয় আমাদের জানা আবশ্যক ।
ইহার বাসস্থান বশিরহাটে। ইনি অতি পরহেজগার ও উচ্চ দরজার অলি ছিলেন। বশিরহাটের মাটীতেই ইনি চির নিদ্রায় শায়িত আছেন। ইহার ন্যায় খোদা ভক্ত লোক তখনকার যুগে বসিরহাটে আর কেহ ছিলেন বলিয়া আমরা অবগত নহি। এই পরশ মাণিকের সংস্পর্শে আসিয়া মাওলানা ছাহেবের ভাবী জীবন অতি উজ্জ্বল ছাহেবের হইয়া উঠিয়াছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
এক সময়ে ছুফী ছাহেব রমজানের ২৭শে তারিখের রাত্রিতে বসিরহাট পশ্চিম পাড়ার মাছজেদে রাত্রি আন্দাজ দুই ঘটিকার সময় ছেজদাতে গিয়া কাঁদিতেছিলেন, জনাব মাওলানা ছাহেবও ঐ সময় উঠিয়া অজু করিয়া ছেজদায় গিয়া এলমের জন্য আল্লাহর দরবারে দোওয়া করিতেছিলেন, ঐ সময় আকাশ নিৰ্ম্মল ও মেঘমুক্ত ছিল, হঠাৎ ঝড় বহিয়া বৃষ্টিপাত হইতে লাগিল।
ছুফী ছাহেব বলিলেন— “বাবা। ইহা শবে কদর’ বলিয়া বোধ হইতেছে।”
তিনি এরূপ ‘মলে বারগাহ্’ ছিলেন যে, কলেরা বা ওলাউঠার সময়ে দোওয়া’ করিলে তাহা অব্যর্থ ফলপ্রদ হইত। তিনি মাওলানা ছাহেবকে ‘নিজের সম্ভান অপেক্ষাও অত্যাধিক স্নেহ করিতেন। তাঁহার কোন অসুখের সংবাদ শুনিলে তিনি বিচলিত হইয়া পড়িতেন। সর্ব্বদা তিনি মাওলানা ছাহেবের জন্য দোওয়া করিতেন।
অতঃপর জনাব ছুফী ছাহেব তাঁহাকে লইয়া কলিকাতা মাদ্রাছায় ভর্তি করাইয়া তাঁহার বিদ্যার্জ্জনের পথ সুগম করিয়া দেন। জায়গীরে থাকিয়া পাঠের অসুবিধা হইবে, এই ধারণায় তিনি তাহাকে বোর্ডিংএ থাকার সুব্যবস্থা ও যশোহরের মওলবী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ মরহুম ছাহেবের তত্ত্বাবধানে তাঁহাকে রাখিয়া আসেন। তাঁহার এন্তেকালের পূর্ব্বে একদিন তিনি বলিলেন—“বাবা মাওলানা।
আমি বাশারত আলী ছাহেবের নিকট মুরীদ হইয়াছিলাম, তাঁহার এন্তেকালের পর অমি অনেক লোকের মুখে শুনিলাম, মুর্শিদাবাদের জনাব মাওলানা শাহ্ ছুফী ফতেহ আলী ছাহেব, মুরীদকে যখন তখন হজরত নবী (ছাঃ) এর সঙ্গে হজরত নই জেয়ারত করাইয়া দিতেন, তাঁহার নিকট কয়েকবার আমি মুরীদ হইতে গিয়াছি কিন্তু তাঁহার সহিত আমার সাক্ষাৎ লাভ ঘটিয়া উঠে নাই, তৎপরে আমি বর্দ্ধমানের হাফেজ মাওলানা মোহাম্মদ এমদাদ আলী ছাহেবের নিকট মুরীদ হই।” ছুফী ছাহেব বলেন— তাঁহার এন্তেকালের পর আমি ফুরফুরার পীর কেবলা জনাব হজরত মাওলানা মোহাম্মদ আবু বাকার ছিদ্দীকী ছাহেবের নিকট মুরীদ হয় ।
নিচে কর্মবীর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক |
বইয়ের সাইজঃ | 17 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা রুহুল আমিন |
বইয়ের অনুবাদকঃ | মোহাম্মদ মোয়েজ্জদীন হামিদী |