গল্পের ফুলদানী pdf বই ডাউনলোড। প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী আসর। এ আসর সর্বদা মদীনাবাসী আনসার আর মক্কাবাসী মুহাজিরদের নিয়ে থাকে ভরপুর। তিনি তাদেরকে বলেন- কুরআনের কথা, দীনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, আল্লাহর অসীম কুদরতের কথা। মহান আল্লাহ খুঁটি ছাড়া কী সুন্দর করে এই বিশাল আসমান বানিয়েছেন।
চন্দ্র-সুর্য, গ্রহ-তারা দিয়ে কী অপরূপ রূপময় করে আসমানকে সাজিয়েছেন তিনি। তিনিই যমীনকে চমৎকার করে বিছিয়েছেন। ঢেউ খেলানো পাহাড়, কলকল রবে এঁকেবেঁকে বয়ে যাওয়া নদী-সাগর, সবুজ তরু-লতা, নানা রঙের পাখ-পাখালি, আরও কতো কি দিয়ে যমীনকে সুশোভিত করেছেন তিনি। এ সবই হলো তারঁ কুদরতের এক একটি নিদর্শন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- গল্পের মাধ্যমে জ্ঞান pdf বই ডাউনলোড
- মুসলমানের হাসি pdf বই ডাউনলোড
- প্রিয়তমা pdf বই ডাউনলোড
- ইখলাস pdf বই ডাউনলোড
- হযরত আবু বকর রাঃ pdf বই ডাউনলোড
কিন্তু আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্য কোনো মানুষ নেই। আজ তিনি কথা বলছেন আসমানের বাসিন্দা ফেরেশতার সাথে। স্বর্গীয় দূত হযরত জিব্রাঈলের সাথে। এমন সময় সেখানে একজন সাহাবী আগমন করলেন। সেই সাহাবী রা. আগমন করতেই জিব্রাঈল আমীন বলে উঠলেন- ইয়া রাসূলাল্লাহ! ইনি তো আবু যর গিফারী।
জিব্রাঈলের মুখে সাহাবী আবু যরের নাম শুনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হলেন। কারণ তিনি তো যমীনের বাসিন্দা নন; তিনি হলেন আসমানের বাসিন্দা। তাহলে তিনি কেমন করে আবু যরকে চেনেন? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সুরে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনারা ফেরেশতারাও তাহলে তাকেঁ চেনেন? উত্তরে হযরত জিব্রাঈল আলাইহিস সালাম বললেন- তিনি আপনাদের মাঝে যতটা পরিচিত, আমাদের মাঝে তার চেয়ে অনেক বেশি প্রসিদ্ধ ও পরিচিত।
জিব্রাঈলের উত্তর শুনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো অনেক বেশি অবাক হলেন। জিজ্ঞেস করলেন- আচ্ছা, আবু যর তারঁ কোন আমলের বরকতে এতো বড় সম্মান ও মর্যদার অধিকারী হলো? জিব্রাঈল বললেন- দুইটি আমলের বরকতে। একটি হলো, সব সময় তিনি নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবেন। দিলের ভিতর অহংকার রাখেন না। নিরহংকার মানুষ তিনি। আরেকটি হলো, তিনি সুরায়ে ইখলাস অর্থাৎ কুল হুআল্লাহু আহাদ বেশি বেশি তেলাওয়াত করেন।
এই দুইটি আমলের বরকতে তিনি আসমানে ফেরেশতাদের মহলে এতো বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। বন্ধুরা ! আমরা সবাই কী চাই না যে, আমাদের সুনাম- সুখ্যাতি আসমানে ফেরেশতাদের মাঝে ছড়িয়ে পড়ুক? যদি চাই তাহলে আমাদেরকে হতে হবে বিনয়ী। অহংকারমুক্ত। যদি বইটি সম্পূর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে গল্পের ফুলদানী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| বইয়ের প্রকাশকঃ | বইঘর প্রকাশন |
| বইয়ের ধরণঃ | কিশোর গ্রন্থ বিষয়ক |
| বইয়ের সাইজঃ | 4.60 MB |
| প্রকাশ সালঃ | ২০১০ সাল |
| বইয়ের লেখকঃ | মুহাম্মাদ সাখওয়াত হুসাইন |
| অনুবাদকঃ |






















