চারজন সালাফী আলেমের জীবনী pdf বই ডাউনলোড। ১৩৬০ হিজরী সনে কুরআন হিফয করার পর শাইখ বুকাইরিয়াহ স্থ আল-মাসজিদুত তাহতীতে তারাউয়ীহর সালাতে উমামতি শুরু করেন। ১৩৬৩ হিজরী সনে তিনি মাসজিদে তাহরীর ইমাম নিযুক্ত হন। জামি’উল বুকাইরিয়াহতে তিনি ভ্রাতৃপ্রতিম শাইখ আব্দুল আযীয আস-সুবাইলের স্থলে খুত্ববাহ প্রদান করতেন।
১৩৬৭ হিজরীতে তিনি বুকাইরিয়াহ শহরে স্থাপিত প্রথম মাদরাসায় মুদার্রিস নিযুক্ত হন। তিন সেখানে আরবী এবং শারী আহ সংক্রান্ত বিষয়ের দারস দিতেন। সাথে সাথে তিনি মাসজিদে তাহতীতে ফারাইদ্ব ও নাহূ পড়াতেন। ১৩৭৩ হিজরী সনে বুরাইদাহ শহরে আল-মা হাদুল ইলমী খোলা হয়।
আরও দেখুনঃ গোলামীর শিকল ভেঙে pdf বই ডাউনলোড
এখানে শাইখ আব্দুল্লাহ বিন হুমাইদ তাকেঁ মুদার্রিস হিসেবে নিয়োগ দেন। তিনি এখানে পড়াতেন ফারাইদ্ব আরূদ্ব ছন্দশাস্ত্র, ফিক্বহ ও উসূলে ফিক্বহ, কুরআন ও তাজউয়ীদ, তাওহীদ ও তাফসীর, হাদীস ও উসূলে হাদীস, নাহূ ও বালাগাত প্রভৃতি। এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন শাইখ মুহাম্মাদ বিন নাসির আল-আবূদী।
আর মুদার্রিস ছিলেন শাইখ আব্দুর রাযযাক্ব আফীফী, শাইখ আব্দুল ক্বাদির শাইবাহ, শাইখ সালিহ আল-বালীহী প্রমুখের ন্যায় প্রখ্যাত আলিমে দ্বীন। তিনি এই প্রতিষ্ঠান ১৩৮৫ হিজরী পর্যন্ত কর্মরত ছিলেন। ১৩৮৫ হিজরী সনে শাইখ আব্দুল্লাহ বিন হুমাইদ রাহিমাহুল্লাহ র মনোনয়নে তিনি মাসজিদুল হারামে ইমামতি ও খুত্ববাহ প্রদাণের জন্য মক্কায় স্থানান্তরিত হন।
আরও দেখুনঃ কে সেই মুজাহিদে মিল্লাত pdf বই ডাউনলোড
তিনি মাসজিদুল হারামে এই গ্রন্থগুলোর দারস দিতেন- ফাতহুল মাজীদ কিতাবুত তাওহীদের ভাষ্য ক্বুররাতু উয়ূনিল মুওয়াহহিদীন বুলূগুল মারাম, সাহীহ বুখারী, আল-আদাবুল মুফরাদ, যুবাইদী প্রণীত আত-তাজরীদুস সারীহ লি আহাদীছিল জামি’ইস সাহীহ, আর-রাওদ্বুল মুরাব্বা’ হিদায়াতুর রাগিব, মুখতাসার যাদুল মা’আদ, ই’লামুল মুওয়াক্বক্বি’ঈন প্রভৃতি।
১৩৯০ হিজরী সনে তিনি রাবেতায়ে আলাম আল ইসলামী আওতাধীন ইসলামী ক্বিহ একাডেমির সদস্য নিযুক্ত হন। এই একাডেমিতে সদস্য হিসেবে ছিরেন শাইখ আব্দুল্লাহ বিন হুমাইদ, শাইখ আব্দুল আব্দুল আযীয বিন বায, শাইখ মুসত্বাফা আয-যারক্বা প্রমুখের ন্যায় প্রখ্যাত আলিমে দ্বীন।
আরও দেখুনঃ ইসাবেলা pdf বই ডাউনলোড
নিচে চারজন সালাফী আলেমের জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 7.10 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ