জাহান্নামের ভয়াবহ আযাব
জাহান্নামের ভয়াবহ আযাব pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা মানুষ এবং জ্বিন জাতিকে সৃষ্টি করে পার্থিব জীবন পরিচালনার জন্য ভাল-ম্দে দুটি পথ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের পূর্ণ প্রতিদিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভাল কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন।
আর এটি হল অহংকারী । ও পাপীদের মর্মান্তিক আবাসস্থল। চূড়ান্ত দুঃখ ধিক্কার ও অনুতাপস্থল। যুগ যুগ ধরে দগ্ধীভূত চূড়ান্ত দাহিকাশক্তি সম্পন্ন ভয়ংকর আগুনের লেলিহান বহিৃশিখা এই জাহান্নামের স্বরূপ ধারাবাহিক ভাবে নিম্নে তুলে ধরা হল।
আরও দেখুনঃ অসীলাহর মর্ম ও বিধান pdf বই ডাউনলোড
মহান আল্লাহ রাব্বুল আলামীন তারছ অনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতীকে সৃষ্টির শ্রেষ্ঠ জীবন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হল: মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, তার সাথে কাউকে শরীক করবে না।
সার্বিক জীবন একমাত্র অহীর বিধান অনুযায়ী পরিচালনা করবে, রাসুলুল্লাহ সাঃ-এর আদর্শকেই একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা তার এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে মানব জাতীর জন্য ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করে তার যাবতীয় বিধি-বিধান অহী মারফত জানিয়ে দিয়েছেন। পথ প্রদর্শক হিসেবে যুগে -যুগে নবী- রাসূলগণকে প্রেরণ করেছেন।
আরও দেখুনঃ শাফায়াত ও উসিলা pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা তারঁ আনুগত্য শীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্নাত। আর অমান্যকারীদের লাঞ্চিত করার জন্য সৃষ্টি করেছেন। জাহান্নাম। মৃত্যুর পরেই মানুষের অবস্থান স্থল নির্ধারিত হবে। সৎকর্মশীল হলে জান্নাতে এবং।
অসংৎকর্মশীল হলে জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাতের সুখ যেমন- মানুষের কল্পনার বাইরে। জাহান্নামের শাস্তিও তেমনি মানুষের কল্পনার বাইরে। নিম্নে কুরআন ও সুন্নাহর আলোকে জাহান্নামের শাস্তির স্বরূপ তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ।
আরও দেখুনঃ বিদআত দর্পণ pdf বই ডাউনলোড
নিচে জাহান্নামের ভয়াবহ আযাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 1.88 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ শরীফুল ইসলাম বিন জয়নাল আবেদীন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ