ড. বিলাল ফিলিপ্স জিবনী pdf বই ডাউনলোড। জামেইকার অন্যতম নগরী কিংস্টন। যুক্তরাজ্যের ওয়েলস প্রদেশের অধিবাসী ও দ্বাদশ শতাব্দীর কুখ্যাত জলসদ্যু ক্যাপ্টেন হেনরী মরগ্যান এ নগরীতেই তার গোপন আস্তানা গড়ে তুলেছিল। ঈসায়ী সালটা ছিল ১৯৪৭। ধীরে ধীরে এ দ্বীপটি দ্রুতলয় সংগীতের এক নতুন জগতের রূপ পরিগ্রহ করছিল। ঠিক এ সময়েই ডেনিস ব্রেইডলি ফিলিপ্স জন্ম গ্রহণ করেছিলেন একটি খ্রিস্টান পরিবারে।
তারঁ পিতা Bardley ছিলেন প্রোটেস্টান্ট চার্চের ক্ষমতাসীন বর্ষীয়ান যাযক এবং মাতা Joyce Mcdermott ছিলেন ইংল্যান্ডের সরকারী প্রসেস্টান্ট গীর্জার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। পিতা-মাতা দুজনই ছিলেন তখনকার খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকা। দাদা ছিলেন খ্রিস্টান ধর্মযাজক এবং গ্রীক, হিব্রু ও ইংরেজি ভাষায় লেখা বাইবেলের বিখ্যাত পন্ডিত। এ পরিবার ছিল শিক্ষাবিদে পরিপূর্ণ ও উচ্চ শিক্ষিত। তাছাড়া, খুবই প্রশস্ত মনের অধিকারী হিসেবেও তারঁ বংশের কম পরিচিত ছিল না।
আরও দেখুনঃ অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই ডাউনলোড
জামেইকায় অবস্থানকালীন সময়ের তেমন কোন বিশেষ স্মৃতি তিনি মনে করতে পারেন না। বসবাসের জন্য তারঁ পরিবার যখন কানাডায় স্থানান্তরিত হয় তখন তারঁ বয়স ছিল মাত্র ১১ বছর। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়কালে আমি খ্রিস্টান ধর্ম চর্চা বলতে বুঝতাম গীর্যায় মেদের সাথে সাক্ষাত করা, বিভিন্ন পার্টির আয়োজন করা ইত্যাদি।
সংক্ষিপ্ত জিবনী।
আমি নিয়মিতভাবেই আমার মায়ের সংগে প্রত্যেক রবিবার গীর্যায় যেতাম, কিন্তু গীর্যায় যাওয়ার ব্যাপারে আমাকে কখনোই জোর-জবরদস্তি করা হয়নি। গীর্যায় যাওয়ার ব্যাপারটি ধর্মীয় কাজের চেয়ে অনেকাংশে একটি সামাজিক কাজ বলেই গণ্য করা হতো। সেখানে যা শেখানো হতো বা প্রার্থনা করা হতো তা আমার এক কান দিয়ে ঢুকত এবং মস্তিস্কে কোন ক্রিয়া না করেই অন্য কান দিয়ে বের হয়ে যেত।
আরও দেখুনঃ খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
এ সময়ে কানাডায় অবস্থান করা সম্পর্কে তিনি বলেন, মাধ্যমিক ও উচ্ছ-মাধ্যমিক শিক্ষার জন্য কানাডায় এসে আমাকে যে বিষয়টি সম্মুখিন হতে হয়েছিল তা হল, আমাদের স্কুলেল সীমানায় বড় সুইমিং পুল ছিল। নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমি শ্রেণীর সকল ছাত্রকে উলঙ্গ হয়ে পানিতে সাতারঁ কাটতে হত। বলা যায়, এটিই ছিল নিয়ম যা পাল করতে সকল ছাত্রই বাধ্য ছিল।
তবে ডাক্তারের মাধ্যমে প্রাপ্ত পিতামাতার সাক্ষরিত আপত্তি পত্র থাকলে কোন কোন ছাত্র এ বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেত। আমাকে মূলত এ আপত্তিকর বিষয়টি ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এ ছাড়াও অন্যান্য সমস্যা সম্পর্কে তারঁ পিতামাতার সংগে আলাপ করলে যে উত্তর তারাঁ প্রদান করেন সে সম্পর্কে তিনি বলেন, পরবর্তীতে আমার মা-বাবা সেই জীবন-সংগ্রাম সম্পর্কে আমাকে অবহিত করলেন যা তারা অতিক্রম করে এসেছেন।
আরও দেখুনঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহঃ জিবনী বই ডাউনলো
নিচে ড. বিলাল ফিলিপ্স জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.15 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।