তাফসীর আদ দুররে মানসুর pdf বই ডাউনলোড। ইমাম ইবনুয যুরাইস ফাযায়েলে, আবু জাফর নুহাস তার নাসিখ ও মানসুখে, ইবনে মারদুবিয়া এবং ইমাম বায়হাকী দুলায়িলুন নবুওয়াতের হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণনা করেন যে- সুরা আল বাকারা মদীনায় নাযিল হয়েছে। ইমাম আবূ দাউদ নাসিখ ও মানসুখে হযরত ইকরিমাহ থেকে রিওয়ায়াত করেন-যে প্রথম সূরা যা মদীনায় নাযিল হয়েছে।
তা হলো সূরা আল বাকারা । ইমাম ইবনুয যুরাইস, তাবারানী আউসাতে, ইবনে মারদুবিয়া এবং বায়হাকি শুআবুল ইমানে যয়ীফ সনদে হযরত আনাস রাঃ থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- সূরা আল বাকারা (গাভীর সূরা) সূরা আল ইমরান ইমরান পরিবারের সূরা।
আরও দেখুনঃ তাযকিরাতুল আখেরাহ pdf বই ডাউনলোড
সূরা নিসা নারীদের সূরা এভাবে কুরআনের সূরাগুলোর কথা বলো না। বরং এভাবে বল যে, ঐ সূরা- যার মধ্যে গাভীর আলোচনা আছে, ঐ সূরা- যার মধ্যে ইমরান পরিবারের আলোচনা আছে। এমনিভাবে পুরা কুরআনের সূরাগুলোর ব্যাপারে এভাবে বল। ইমাম বায়হাকী শুআবুর ইমানে সহিহ সনদে হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণনা করেন- তিনি বলেন- সূরা আল বাকারা গাভীর সূরা বলো না। বরং বল, ঐ সূরা-যার মধ্যে গাভীর আলোচনা আছে।
সূরা আল বাকারা ১-২৯
ইমাম ইবনে আবী শাইবাহ মুসান্নিফে হযরত সাঈদ বিন খালিদ রহ থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাঃ এক রাকাতে প্রথম সাতটি বড় সূরা সূরা আল বাকারা থেকে সূরা আরাফ পর্যন্ত পড়েছেন। ইমাম ইবনে আবী শাইবাহ, আহমদ ইবনে হাম্বল, ইবনে আবি উমর আল আরাবী তার মুসনাদে, দারিমী,মুহাম্মাদ ইবনে নসর।
আরও দেখুনঃ জননীদের জীবনকথা pdf বই ডাউনলোড
হাকিম আর তিনি এটাকে সহিহ বলেছেন- হযরত বুরায়দা রা থেকে বর্ণনা করেন। রসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- তোমরা সূরা আল বাকারা শিক্ষা কর। কেননা এটা আকঁড়ে থাকা পাঠ করা বরকত আর এটা পরিত্যাগ করা আফসোসের কারণ। কোন বাতিলপন্থী এর মুকাবিলার শক্তি রাখে না। অতঃপর তিনি কিছু সময় নীরব রইলেন।
অতঃপর বললেন, সূরা আল বাকারা ও আল ইমরান শিক্ষা কর। কেননা এ সূরা দুটি হলো দুটি আলোককবর্তিকা। কিয়ামতের দিন এর পাঠকারীকে শামিয়ানা অথবা মেঘমালা অথবা পাখির ঝঁকের মত মাথার উপর এসে ছাড়া প্রদান করবে। সম্পর্ণ বই টি পড়ার জন্য এবং জানার জন্য ডাউনলোড করুন।
আরও দেখুনঃ টিপু সুলতানের তরবারি pdf বই ডাউনলোড
নিচে তাফসীর আদ দুররে মানসুর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.23 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমাম সুযূতী রহ . অনুবাদঃ মারূপ আর রুসাফিডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ