নকশে সোলেমানী তাবিজের কিতাব
নকশে সোলেমানী তাবিজের কিতাব pdf বই ডাউনলোড । আমালিয়াতের বিবরণঃ কুরআন শরীফ মুমিন বান্দাদের জন্য অপূর্ব নিয়ামত স্বরূপ। ইহা যেমন মানুষদিগকে তাহাদের রূহানী রোগ-ব্যাধি বিদূরিত করিয়া খাঁটি মানুষরূপে গঠন করিয়া থাকে, তেমন মানবকুলের রোগ-ব্যাধি, শোক-তাপ, দুঃখ-দুর্দশা, বালা-মুছিবত, অভাব-অনটন ইত্যাদি বিদূরিত করিয়া তাহাদেরকে শান্তিময় জীবন যাপনের সুযোগ দান করিয়া থাকে।
আপনি চাইলে নকশে সোলেমানী তাবিজের কিতাব App ডাউনলোড করতে পারেন Google Play Store থেকে।
মহান আল্লাহ বলেন,
”আর আমি কুরআন শরীফের এরূপ কতিপয় অংশ নাযিল করিয়াছি যাহা মুমিনদিগের জন্য শেফা ও রহমত স্বরূপ।”
ধর্মানুরাগী বুযুর্গ আলেমগণরা কুরআন শরীফের বিভিন্ন আয়াত সমূহের আমল করিয়া অপূর্ব ফল লাভ করিয়াছেন এবং করিতেছেন। ইহা ব্যতিত তাহারা অন্যান্য মানুষদিগের উপকার সাধন করিতে সক্ষম হইয়াছেন এবং দোয়া, কালাম ও তাবিজের মাধ্যমে অশেষ উপকার করিতেছেন।
অনেক সময় দেখা গিয়েছে যে, বহু লোকে কঠিন বিমারে আক্রান্ত হেইয়া ডাক্তারী মতে অনেক টাকা পয়সা খরচ করিয়া আরোগ্য না হইয়া হতাশাগ্রস্ত হইয়া শেষ পর্যন্ত একজন বুজুর্গ আলেমের একটু পানি ও তৈল পড়া বা তাবিক ব্যবহার করিয়া তাহার আরগ্য লাভ করিয়াছেন।
আরও দেখুনঃ
- হেরযে সোলেমানী তাবিজের কিতাব pdf বই ডাউনলোড
- অলৌকিক কিতাব আল কুরআন pdf বই ডাউনলোড
- লজ্জাতুন্নেছা তাবিজের কিতাব pdf বই ডাউনলোড
- যাদুকর ও জ্যোতিষীর গলায় তরবারি pdf বই ডাউনলোড
- অন্তরের আমল দ্বীনদারি pdf বই ডাউনলোড
- মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ pdf বই ডাউনলোড
- অপূর্ব অপেরা pdf বই ডাউনলোড
- আল কুরআন সর্বযুগের শ্রেষ্ঠ গ্রন্থ pdf বই ডাউনলোড
এইরূপ উদাহরণ হাজার হাজার পাওয়া যায়। যেমন জ্বীন পরীর আছর বা যাদুটোনা ও বাণের আছর ডাক্তার দ্বারা কখনো ফল পাওয়া যায় না ইহা শুধু আল্লাহর কালামের দ্বারা বুজুর্গ লোখের মাধ্যমে ঝাড়-ফুক ও তাবিজের দ্বারা আরগ্য লাভ হইয়া থাকে।
নকশে সোলেমানী তাবিজের কিতাব কিভাবে ডাউনলোড করে?
আল্লাহ তায়ালার অসীম রহমতে যে কোন আমলের ফল অবশ্যম্ভবাভী। চেষ্টা সাধনা কখনো বিফল হয় না। যদি উহার ফলাফল সম্পর্ক দিলের ভিতর পূর্ণ বিশ্বাস থাকে। পূর্ণ বিশ্বাস না থাকিলে আমলের মাধ্যমে কোন ফল লাভ হয় না। আমল কারীকে কতকগুলি শর্তাবলী পালিত করিতে হয়, উহা নিম্নে উল্লেখ করা হইলোঃ
- আমলকারী সর্বদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না, শয়তানী ধারণা হইতে অন্তরকে পাক রাখিতে হইবে, সর্বদা হালাল খানা খাইতে হইবে। আমল করিবার সময় উদ্দেশ্যের নিয়ত করিয়া অন্তরে উহার খেয়াল রাখিয়া মনোযোগী হইতে হইবে। নতুবা উহার দ্বারা কোন উপকার হইবে না।
- আমলকারী যে উদ্দেশ্যে যতদিন আমল করিবে, তখন কোন জীব-জন্তুর গোস্ত খাইবে না। এবং মাছ, ডিমও ভক্ষণ করিবে না। পিয়াজ ও রশুন না খাওয়া উত্তম। এই বস্তুগুলি হইতে আমলকারী বিরত থাকিলে তাহার আমলে উপকার আশা করা যায়।
নিচে নকশে সোলেমানী তাবিজের কিতাব pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সোলেমানীয়া বুক হাউস |
বইয়ের ধরণঃ | কবিরাজি |
বইয়ের সাইজঃ | 20.1 |
প্রকাশ সালঃ | 1994 |
বইয়ের লেখকঃ | মোঃ সোলায়মান |
অনুবাদঃ | মাওলানা আজিজুল হক |
নকশে সোলেমানী তাবিজের কিতাব App ডাউনলোড করুন Google Play Store থেকে। বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের কে জানান