নবীজীর হাসি pdf বই ডাউনলোড। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন- মানুষের উন্নত জীবন যাপনের জন্য অনুসরণীয় উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ। তিনি তাঁর উম্মতের চিন্তায় কাঁদতেন। তাদের ইহ-পারলৌকিক মুক্তির জন্য ভাবতেন । তিনি সব সময় চিন্তায় ডুবে থাকতেন। উম্মতের কল্যাণ চিন্তা তাঁকে বিভোর করে রাখতো। তাঁর একটি গুণ ছিল- সহানুভূতিশীলতা ।
তেমনি প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোশ মেযাজও ছিলেন। মিথ্যা থেকে বেঁচে থেকে বিনোদনও করতেন। হাদীস গ্রন্থসমূহে তাঁর ব্যাপারে মুচকি হাসির কথা বর্ণিত হয়েছে। তিনি অট্টহাসি হাসতেন না । এমন কি এটা তিনি নিষেধ করতেন । প্রিয় পত্নী হযরত আয়েশা (রা.) বলেন- আমি কখনও নবীজীকে পুরো দাঁত বের করে হাসতে দেখিনি, যেভাবে হাসলে আলা জিহ্বা দেখতে পাওয়া যায় ৷ তিনি মুচকি হাসতেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
হযরত আবদুল্লাহ ইবনে হারিস (রা.) বলেন— নবীজীর চাইতে বেশি মুচকি হাসতে দেখিনি। তাঁর হাসি তো ছিল মুচকি হাসি। হযরত জাবির (রা.) বলেন- নবীজী ইশরাকের নামায পড়ে যাওয়ার সময় দেখতেন লোকেরা জাহিলী যুগের কেচ্ছা-কাহিনী বর্ণনা করছে। তখন তিনি মুচকি হাসতেন। হযরত জাবির (রা.) বলেন- সাহাবারা (রা.) যখন কোন কথায় হাসতেন, নবীজীও তাদের সাথে কখনও মুচকি হাসতেন।
হযরত হাসীন ইবনে এজিদ (রা.) বলেন- আমি কখনও নবীজীকে হাসতে দেখিনি। তিনি মুচকি হাসতেন। হযরত আবু উমামা (রা.) বলেন- প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে বেশি হাসি-ঠাট্টাকারী এবং খোশ মেযাজের মানুষ ছিলেন। হযরত ওমরাহ (রা.) বলেন- আমি হযরত আয়েশা (রা.)কে জিজ্ঞেস করলাম যে, নবীজী তাঁর স্ত্রীদের সাথে একাকী হলে কী করতেন? হযরত আয়শা (রা.) বলেন- তোমাদের পুরুষদের মতই তিনিও একজন পুরুষ ছিলেন। কিন্তু সবার চেয়ে নম্র ভদ্র মানুষ ছিলেন এবং তিনি হাসলে মুচকি হাসি দিতেন ।
হযরত সাদ (রা.) বলেন- আমি খন্দক যুদ্ধের দিন নবীজীকে এত হাসতে দেখেছি যে, হাসির সময় তাঁর মাড়ির দাঁত দেখা যাচ্ছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রত্যেকটি ব্যাপারে মানবতার বন্ধু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ করার সৌভাগ্য দান করুন। আমীন! [বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনে সাদ, আবু নাঈম, ইবনে আসাকির, বাযযার, তাবারানী, শামাইল, বিদায়াহ, হায়াতুস্ সাহাবাহ : ২ : ৭৩৪]
নিচে নবীজীর হাসি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল আখতার |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.40 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | আব্দুল গনি তারিক |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা আহমদ আলী |