প্রবৃত্তির অনুসরণ করবেন না pdf বই ডাউনলোড। প্রবৃত্তির অনুসরণ নিঃসন্দেহে মানুষকে কল্যাণকাজে বাধা দেয়। সৎকাজে বিমুখ করে। বিবেক-বুদ্ধি নাশ করে। কারণ, প্রবৃত্তির অনুসরণ মানুষকে মন্দ ও নোংরা কাজে উৎসায়িত করে। মানবতার বন্ধন দুর্বল ও ছিন্ন করে। অন্যায়-অপকর্ম এর পথ উন্মুক্ত করে। প্রবৃত্তির ফেতনার বাহন আর দুনিয়া পরীক্ষা স্থান।
অতএব, আপনি প্রবৃত্তি থেকে দুরে থাকুন, নিরাপদ থাকবেন। দুনিয়ার প্রতি বিমুখ হোন, লাভবান হবেন। দুনিয়ার আমোধ-প্রমোদ ও আনন্দ-উপভোগের বাহার দেখিয়ে নফস যেন আপনাকে ধোঁকায় না ফেলে। দুনিয়ার উন্মুক্ত সৌন্দর্য যেন আপনাকে প্রবঞ্চিত না করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভালোবাসার রামাদান pdf বই ডাউনলোড
- তরুণ ও মাহে রামাদান pdf বই ডাউনলোড
- প্রোডাক্টিভ রামাদান pdf বই ডাউনলোড
- ধুলিমলিন উপহার রামাদান pdf বই ডাউনলোড
এ দুনিয়ার খেল-তামাশা একদিন শেষ হয়ে যাবে। যুগের বাহারী সৌন্দর্য এক সময় পুরোনো ও মলিন হয়ে যাবে। কিন্তু আপনি যে হারামে লিপ্ত হবেন এবং যে গুনাহ করবেন, তার দায় আপনার কাঁধে চিরকাল থেকে যাবে। প্রবৃত্তি মানুষের সবচেয়ে বড় দুশমন।
তাই প্রত্যেকের উচিত, অন্য যেকোনো দুশমনের তুলনায় প্রবৃত্তির মোকাবিলা আরও দৃঢ় ও মজবুতভাবে করা, তার বিরুদ্ধে সর্বদা লড়াই চালিয়ে যাওয়া। আবু হাযেম রঃ বলেন, তুমি তোমার শত্রুর বিরুদ্ধে যেভাবে লড়াই কর, তার চেয়ে কঠোরভাবে লড়াই কর তোমার প্রবৃত্তির বিরুদ্ধে। (হিলয়াতুল আউলিয়া: ৩/২৩১)
প্রবৃত্তি সকল ফেতনার মুল। যাবতীয় বিপদের কারণ। এ জন্যই সুফয়ান সাওরী রাঃ বলেছেন- ওহে নফস! তুমি তাওবা কর। কেননা, মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে; আর প্রবৃত্তির বিরোধিতা কর। কেননা, প্রবৃত্তি সবসময় ফেতনার সৃষ্টি করে থাকে। প্রবৃত্তির অবস্থা যখন এই, তখন এই প্রবৃত্তি সম্পর্কে কিছু কথা বলা ও এ ব্যাপারে যৎ সামান্য আলোচনা করা দরকার বলে মনে করি।
যাতে আমরা এ ভয়ঙ্কর ব্যাধি থেকে দূরে থাকতে পারি এবং সর্বগ্রাসী অকল্যাণ থেকে বেচেঁ থাকতে পারি। এ গ্রন্থে আমরা প্রবৃত্তির সংজ্ঞা, তার অপকারিতা, তার বিরোধিতার উপকারিতা, প্রবৃত্তি-অনুসরণের কারণ, তার চিকিৎসা ও প্রতিকার, নিন্দনীয় ও প্রশংসনীয় প্রবৃত্তির মধ্যকার পার্থক্য- ইত্যাকার বিষয় নিয়ে আলোচনা করেছি।
নিচে প্রবৃত্তির অনুসরণ করবেন না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হুদ হুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | লোভ-লালসা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.1 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | শায়খ সালেহ আল মুনাজ্জিদ |
অনুবাদকঃ | মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ |