ফাযায়েলে আখলাক pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার বিভিন্ন এলাকায় ও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় যেসব নবী-রাসূল প্রেরিত হয়েছেন তারাঁ সকলেই উন্নত চরিত্র ও মহোত্তম আচার-আচরণের পরিপূর্ণ আদর্শ ছিলেন।
ফলে বিপথগামী মানবগুলি এদেঁর মাধ্যমে উন্নত চরিত্র ও মহোত্তম আচার-আচরণ অনুসরণ করে তাঁদের স্ব-স্ব জাতিগোষ্ঠীি ও সম্প্রদায় যেন নিজেরাও উন্নত জাতি ও সম্প্রদায়রুপে পরিচিত হতে পারে সেজন্য তাদের কাছে প্রেরিত নবী রাসূলের অনুসরণের জন্য তাদেঁরকে নির্দে দেওয়া হয়েছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হায়াতুস সাহাবা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- সুখময় জীবনের সন্ধানে pdf বই ডাউনলোড
- ক্রোধ হিংসা অনিষ্ট ও প্রতিকার pdf বই ডাউনলোড
- অমুসলিমদের সাথে রাসূল সাঃ এর আচরণ প্রসঙ্গ pdf বই ডাউনলোড
কেবল তা নয় সর্বোত্তম আদর্শের ধারক ও বাহক এবং মহোত্তম আখলাক ও চরিত্রের অধিকারী মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বোত্তমভাবে বিকশিত ও প্রতিফলিত হয়েছিল? এ সম্পর্কে উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা.-কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেছিলেন, তোমরা কি কুরআন পড় না? কুরআন পাকই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র।
অর্থাৎ কুরআন কারীমে বিধৃত চারিত্রিক ও ব্যবহারিক নীতিমালাই বাস্তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের মাঝ দিয়ে মূর্ত ও প্রতিফলিত হয়েছিল। আর এ সবের সফল অনুকরণ ও অনুসরণের ওপর আমাদের ইহজীবনের সামগ্রিক কামিয়াবী ও পরজীবনের সার্বিক মুক্তি নির্ভরশীল। আর এ জন্যই কুরআন ও হাদীস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং এজন্য অব্যাহতভাবে তাকীদ প্রদান করা হয়েছে।
আখলাক তথা সর্বোত্তম আচার-আচরণ ও ব্যবহার সম্পর্কে হাদীস পাকের বিশাল ভান্ডরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত বাণী ও শিক্ষামালা এবং এতদ সম্পর্কে তারঁ অনুসৃত নীতিমালা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় আমরা সে সম্পর্কে খুব কমই জানি। ইবাদত-বন্দেগী ও এতদসম্পর্কিত মায়সালা-মাসায়েল সম্পর্কে জানতে আমরা যতটুকু যত্নবান ও আগ্রহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ও আচার আচরণ সম্পর্কে জানতে আমরা ততটুকু যত্ববান কি?।
আবার যতটুকু জানি সেটুকু নিজেদের জীবনে কার্যকর প্রতিফলন ঘটাতে ততটুকু আগ্রহী ও যত্নবান কি? মুসলিম ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আজকে যে অন্ধকার ও বিশৃঙ্খল চিত্র দেখতে পাওয়া যাচ্ছে তার মূলে কি এটাই অন্যথম কারণ নয়? এজন্য এ বিষয়ে আমাদের অনেক জানতে হবে, অতঃপর তা আমাদের সামগ্রিক জীবনে প্রতিফলন ঘটাতে হবে।
নিচে ফাযায়েলে আখলাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল ইরফান পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | চরিত্র বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.5 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ |
বইয়ের লেখকঃ | মাওলানা ইরশাদ কাসেমী ভাগলপুরী |
অনুবাদঃ | মাওলানা মুজাহিদুর রহমান শিবলী |