বন্ধুত্ব এবং শত্রুতা pdf বই ডাউনলোড। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। এর সম্পর্ক রয়েছে কুফর ঈমান ও রিদ্দার মাসআলার সাথে এবং পূর্বে যে তাওহিদ ও তার বিপরীত বস্তু সম্পর্কে আলোচনা করেছি তার সাথেও। তা হচ্ছে মুওয়ালাত (বন্ধুত্ব ) ও মুআদাতর শত্রুতার বিষয়।
এটাকে আল ওয়ালা ওয়াল বারা বলেও ব্যক্ত করা হয়। অর্থাৎ একই জিনিসের দুই রকম প্রকাশ। সবার জানা আছে, আল্লাহ আমাদেরকে একক ও শরীকহীনভাবে তারঁ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন।
এই দুনিয়াতে অস্তিত্ব দান করেছেন ইবাদতের স্থানে। যা আমরা তার ইবাদত করি। তিনি এই ইবাদাতসমূহের মাধ্যমে ও অন্যন্য পরীক্ষাসমূহের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করছেন- আমরা কি তার ইবাদত ও আনুগত্য কৃতকার্য হই তার সঠিক পথে চলি , না অকৃতকার্য হই। আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে ও আপনাদেরকে কৃতকার্যদের অন্তর্ভূক্ত করুন!
আরও ইসলামিক বই দেখুনঃ
- আমরা সেই সে জাতি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- বিবাহ একটি উত্তম বন্ধুত্ব pdf বই ডাউনলোড
- তালবীসুল ইবলীস pdf বই ডাউনলোড
- অনুধাবন করুন আপনার প্রভুর বাণী pdf বই ডাউনলোড
- বাবা আমার বিয়ের ব্যবস্থা করুন pdf বই ডাউনলোড
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রহমত ও অনুগ্রহ হল, তিনি আমাদের নিকট রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং আমাদের প্রতি অবতীর্ণ করেছেন কিতাব, যা আমাদের নিকট আল্লাহর পরিচয় তুলে ধরে আর রাসূলগণ আমাদের জন্য আল্লাহর উদ্দেশ্যবলী বর্ণনা করে দেন-তথা আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব? আমাদের প্রতি তো আল্লাহর নির্দেশ একমাত্র তারঁ ইবাদত করার, যার সাথে কোন শরীক নেই- এখন আমরা কিভাবে তার ইবাদত করব? তারা আমাদেরকে ইবাদতের বিশদ বিবরণ আদেশ, নিষেধ ও দায়িত্বসমূহ বলে দিয়েছেন।
রাসূলগন সব পৌছেঁ দিয়েছেন। আল্লাহ তাদের কে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন, তারা আমানত পৌঁছে দিয়েছেন, রিসালাতের দায়িত্ব আদায় করেছেন। আল্লাহ তাদের সকলের প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন! যখনিই আল্লাহ রাসূল ও নবী পাঠালেন, তখনই মানুষ বিভক্ত হয়ে গেছে এবং পরস্পরে মতবিরোধ করেছে, যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন; ফলে তাদের কতক ঈমান আনল আর কতক কুফর অবলম্বন করল। আল্লাহ চাইলে তারা আত্মকলহে লিপ্ত হত না। কিন্তু আল্লাহ সেটাই করেন, যা তিনি চান। এমনটা হয়েছে, যখন আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করলেন, যা আল্লাহ অন্য আয়াতে বলেছেন।
এই আয়াত সূরা বাকারায়, আর এটাও সুরা বাকারাতেও তার পূর্বে। উক্ত আয়াতটি হল অর্থাৎ-শুরুতে সমস্ত মানুষ একই জাতি ছিল- এক জাতি কি কুফরের উপর, না তাওহীদের উপর? মুফাসসিরীনের দুই মত রয়েছে। বিশুদ্ধ মত হল, যেটা হাদিসেও বর্ণিত আছে এবং ইবনে আব্বাস রা: এর তাফসীরে এসেছে: এক জাতি ছিল তাওহীদের উপর। আদম আঃ থেকে সব মানুষ একজাতি ছিল তাওহীদের উপর। তারপর নূহ আ: এর কওমে সর্বপ্রথম শিরকের উদ্ভব হয়েছে- যার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন এবং কুরআনে তার প্রতি ইঙ্গিত দিয়েছেন।
নিচে বন্ধুত্ব এবং শত্রুতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল ইরফান |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.33 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়খ আতিয়াতুল্লাহ রহ |
অনুবাদঃ |