বাসর রাতের আদর্শ pdf বই ডাউনলোড। বর্তমানে বিষাক্ত, বর্বর, নৃশংস বিম্বে যখন বিশ্ব সন্ত্রাসী লোভী, হিংসুক, তথাকথিত বিশ্বমোড়ল, বিশ্ব রক্ত পিপাসু মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যখন মুসলিম জাতির রক্ত নিয়ে হলি খেলছে তখনিই খোদ আমেরিকায় বসে ইহুদী দালাল, মুরতাদ তথাকথিক ইয়ং মুসলিম সোসাইটি (ভদ্র যুব সংস্থা) নিউইয়র্ক, আমেরিকার অন্তরালে আল্লাহর ঐশ্ববাণী ওয়াহীয়ে মাতলু কুরআন মাজীদ ও ওয়াহীয়ে গাইরে মাতলু হাদীসে নাববী নিয়ে হীন চক্রান্তে মেতে উঠেছে।
পৃথিবী থেকে নবী সাঃ এর লক্ষ লক্ষ হাদীসকে মুছে দেয়ার লক্ষ্যে সকল হাদিসকে অস্বীকার করে, চার্লস ডারউইনের বিবর্তনবাদ-কে স্বীকার করে। আইম্মায়ে মুজতাহিদ, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাস্সির, মুজাদ্দি রহঃ-গণসহ সকল মনীষীদের অস্বীকার করে। কুরআন মাজিদের অপব্যাখ্যা করে।
আরও ইসলামিক বই দেখুন:
- আল বিদায়া ওয়ান নিহায়া ১০ম খন্ড
- আহকামে হজ্জ। হজ্জ সম্পর্কিত বই
- বিবাহর খুতবা
- ইসলামের সচিত্র গাইড pdf বই
- মারিফাত ও দীদার এ ইলাহী pdf বই ডাউনলোড
শত অপচেষ্টা, বাধা-বিপত্তি সত্ত্বেও দীনের বিধান আল্লাহ সঠিক অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখবেন কিছু সংখ্যক মুহাক্কিক, মুজাদ্দিদের মাধ্যমে। তাঁরই ধারাবাহিকতা আল্লামা নাসিরুদ্দীন আলবানী দ্বীনের যেই সমস্ত বিষয়ে কুসংস্কার ঢুকে পড়েছিল সেসব বিষয়ে শত বাধা উপেক্ষা করে আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তারই অংশবিশেষ হলো ‘বাসর রাতের আদব’।
মুসলিম জাতি পড়ে বাসরে অসভ্য পাশ্চাত্য, ইউরোপীয় ও তমাচ্ছন্ন জাহিলিয়াতের অপসংস্কৃতিতে নিপতিত হয়ে পড়ে। আল্লামা আলবানী এ কুসংস্কৃতি থেকে উম্মাতে মুহাম্মাদিয়াকে রক্ষার লক্ষ্যেই এ সংক্ষিপ্ত বাসর সম্পর্কে পুস্তক সংকলন করেছেন।
এপুস্তকে তিতিন সংস্কৃতির হক বাতিলের পার্থক্য তুলে ধরেছেন, যাতে উম্মতে মোহাম্মাদিয়া নিজস্ব সংস্কৃতিতে চলে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে।
নিচে বাসর রাতের আদর্শ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
মূল লেখকঃ আল্লামা নাসিরুদ্দীন আলবানী প্রথম প্রকাশঃ সর্বশেষ প্রকাশঃ বইয়ের ধরণঃ বিবাহ সংস্কৃতি সাইজঃ ৫.৯৯ MB প্রকাশকঃ খলিলুর রহমান বিন ফজলুর রহমান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ