বিদআত ও প্রচলিত কুসংস্কার pdf বই ডাউনলোড। হযরত জাবির বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা করতেন, তখন তারঁ চোখ দুটি লাল বর্ণ ধারণ করত, তারঁ কন্ঠস্বর বুলন্দ হয়ে যেত এবং তার রাগ বৃদ্ধি পেত; তখন মনে হতো তিনি যেন কোনো সেনাবাহিনীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি বলতেনঃ আল্লাহ তোমাদেরকে সকাল-সন্ধ্যায় দিবা-রাত্র ভালো রাখুক।
তিনি আরো বলতেন, আমাকে এবং কিয়ামতকে এই দুই আঙ্গুলের ন্যায় পাঠানো হয়েছে। একথা বলেই তিনি তারঁ মধ্যমা ও তর্জনী একত্র করতেন এবং বলতেন: অতপর সবচেয়ে ভালো বাণী হচ্ছে আল্লাহর কিতাব। আর সবচেয়ে ভালো নিয়ম হলো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিদআত থেকে সাবধান pdf বই ডাউনলোড
- কুসংস্কার ইমান pdf বই ডাউনলোড
- ইবাদতের নামে প্রচলিত বিদআত সমূহ pdf বই ডাউনলোড
- বিদআত দর্পণ pdf বই ডাউনলোড
- বিদআত পরিচিতির মূলনীতি pdf বই ডাউনলোড
আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দ্বীনের ব্যাপারে বিদআত নতুন কিছু সৃষ্টি করা। আর প্রতিটি বিদআত নতুন সৃষ্টিই হলো ভ্রষ্টতা। এরপর তিনি বলতেন: আমি প্রতিটি মুমিনের জন্য তার নিজের চাইতেও উত্তম। যে ব্যক্তি পিছনে কোন সম্পদ রেখে যায়, তার তার পরিবারবর্গের জন্য। আর যে ব্যক্তি কোন ঋণ কিংবা রেখে যায় অসহায় সন্তান, তার দায়িত্ব আমারই ওপর বর্তায়। (সহীহুল মুসলিম) (তথ্যসূত্রঃ তাহক্বীক-রিয়াদুস সালেহীন, তাওহীদ প্রকাশনী, পৃষ্ঠা নং-১০৫)।
সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ধর্ম রূপে গণ্য ছিল না আজও তা ধর্ম বলে গণ্য হতে পারে না। তাই বিদআতে হাসানাহ বলে কোন কিছু নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা তাই বলব, সকল প্রকার বিদআত গোমরাহী ও ভ্রষ্টতা। বিদআতে হাসানায় বিশ্বাসীরা যা কিছু বিদআতে হাসানাহ হিসাবে দেখাতে চান সেগুলো হয়ত শাব্দিক অর্থে বিদআত, শরয়ী অর্থে নয় অথবা সেগুলো সুন্নাতে হাসানাহ।
যে সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অর্থাৎ- যে ইসলামে কোন ভাল পদ্ধতি প্রচলন করল সে উহার সওয়াব পাবে এবং সেই পদ্ধতি অনুযায়ী যারা কাজ করবে তাদের সওয়াবও সে পাবে, তাতে তাদের সওয়াবে কোন কমতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন খারাপ পদ্ধতি প্রবর্তন করবে সে উহার পাপ বহন করবে এবং যারা সেই পদ্ধতি অনুসরণ করবে তাদের পাপও সে বহন করবে, তাতে তাদের পাপের কোন কমতি হবে না। (সহীহুল মুসলিম )
এখানে একটা প্রশ্ন হতে পারে যে, শবে বরাত উদযাপন, মীলাদ মাহফিল, মীলাদুন্নবী প্রভৃতি আচার-অনুষ্ঠানকে কি সুন্নাতে হাসানাহ হিসাবে গণ্য করা যায় না? মাইকে আজান দেয়া, মাদ্রাসার পদ্ধতি প্রচলন, আরবী ব্যাকরণ শিক্ষা ইত্যাদি । এই সম্পর্কে জানতে এবং পড়তে হলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বিদআত ও প্রচলিত কুসংস্কার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | প্রচলিত কুসংস্কার |
বইয়ের সাইজঃ | 3.21 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাজ্জাদ সালাদীন |