বিলাসিতা করবেন না pdf বই ডাউনলোড। আল্লাহ ইরশাদ করেছেন- فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلوةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা। তারা সালাত নষ্ট করল এবং কু-প্রবৃত্তির অনুবর্তী হল। সুতরাং, তারা অচিরেই কু- কর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। [সূরা মারইয়াম : ৫৯]
কা’ব আল-আহবার বলেন, আল্লাহ -র কসম! আমি আল্লাহর কালামে মুনাফিকদের এই গুণগুলো পাই- তারা অধিক শরাব পানকারী, অধিকহারে সালাত তরককারী, পাশা খেলায় অভ্যস্ত, রাতের সালাত [ইশা ও ফজর] অনাদায়ী রেখে শুয়ে থাকে, খাবারে বিলাসিতা করে, জুমার সালাত তরক করে। এরপর তিনি এ কথার সমর্থনে নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন- فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلوةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيَّا
অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা। তারা সালাত নষ্ট করল এবং কু-প্রবৃত্তির অনুবর্তী হল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
সুতরাং, তারা অচিরেই কু- কর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। [সূরা মারইয়াম : ৫৯।] পরম সৌভাগ্যের অধিকারী আম্বিয়াকে কেরাম ও তাঁদের অনুসারীগণ— যাঁরা আল্লাহ -র নির্ধারিত সীমায় অবস্থান করেছেন, তাঁর আদেশসমূহ পালন করেছেন এবং নিষেধসমূহ বর্জন করেছেন, আল্লাহ তাঁর এই প্রিয় বান্দাদের আলোচনার পর ইরশাদ করেছেন- এর এড সেই সকল প্রিয়জনের পর তাঁদের স্থানে এল তাঁদের অযোগ্য বংশধররা, যারা বিনষ্ট করল।
সালাত দ্বীনের স্তম্ভ ও সবচেয়ে উত্তম আমল সালাতই যারা বিনষ্ট করল, তারা যে অন্যান্য আমলের কোনো গুরুত্বই দিবে না, তা তো বলারই অপেক্ষা রাখে না। সালাত বিনষ্ট করার অর্থ কী – উলামায়ে কেরাম এ ব্যাপারে মতপার্থক্য করেছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ হল- সম্পূর্ণরূপে সালাত পরিত্যাগ করা। মুহাম্মাদ ইবনে কা’ব আল কুরাযী, ইবনে যায়েদ ইবনে আসলাম ও সুদ্দী এই মত প্রকাশ করেছেন।
ইবনে জারীর ও এই মতই পছন্দ করেছেন। আর এ কারণেই পূর্ববর্তী ও পরবর্তী অনেক উলামা ও আইম্মায়ে কেরাম সালাত ত্যাগকারীদের কাফের বলে মন্তব্য করেছেন। তাঁরা দলীল হিসেবে জাবের থেকে বর্ণিত নিম্নোক্ত হাদীস পেশ করেছেন, যেখানে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন- بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكُ الصَّلَاةِ.
বান্দা এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। [সহীহ মুসলিম, হাদীস নং ২৫৭ ]।
নিচে বিলাসিতা করবেন না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 18 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ |
বইয়ের অনুবাদকঃ | মুফতি মুহাম্মদ মামুনুর রশীদ |