মদপান ও ধূমপানের অপকারিতা
মদপান ও ধূমপানের অপকারিতা pdf বই ডাউনলোড। মদ পান অথবা যে কোন নেশোকর দ্রব্য গ্রহন তথা সেবন (চাই তা খেয়ে কিংবা পান করেই হোক অথবা ঘ্রাণ নেওয়া কিংবা ইনজেকশন গ্রহনের মাধ্যমেই ) একটি মারাত্মক গুনাহ , যার উপর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভিশাপ ও অভিসম্পাত রয়েছে ।
আল্লাহ তাআলা কুরআন মাজীদে মদ্যপান তথা যে কোন নেশা কর দ্রব্য গ্রহন অথবা সেবনকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন । শয়তান চায় এরই মাধ্যমে মানুষে মানুষে শত্রুতা , হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে মানুষকে গাফিল করতে ।
আরও দেখুনঃ ফির্কাহ না-জিয়াহ pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা বলেন , “ হে ঈমানদারগণ ! নিশ্চয় মদ ( নেশাকর দ্রব্য ) জূয়া , মূর্তি ও লটারির তীল এ সব নাপাক ও গর্হিত বিষয় । শয়তানের কাজ ও বটে । সুতরাং এগুলো থেকে তোমরা সম্পূর্ণরুপে দূরে থাকো । তাহলেই তো তোমরা সফলকাম হতে পারবে ।
শয়তান তো এটি চায় যে , মদ ও জূয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হোক এবং আল্লাহ তাআলার স্মরণ ও সালাত থেকে তোমরা বিরত থাকো । সুতরাং এখনো কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? (সূরা আল মায়েদা আয়াত ৯০-৯১) উক্ত আয়াতে মদ্যপানকে শির্কের পাশাপাশি উল্লেখ করা ।
আরও দেখুনঃ পাপ আকার-প্রকৃতি প্রভাব ও প্রতিকার pdf বই ডাউনলোড
তাকে অপবিত্র ও শয়তনের কাজ বলে আখ্যায়িত করা , তা থেকে বিরত থাকার ইলাহি আদেশ , তা বর্জনে সমূহ কল্যাণ নিহিত থাকা , এরই মাধ্যমে শয়তান কর্তৃক মানুষে মানুষে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করা এবং আল্লাহ তাআলার স্মরণ ও সালাত থেকে গাফিল রাখার চেষ্টা।
এবং পরিশেষে ধমকের সূরে তা থেকে বিরত থাকার আদেশ থেকে মদ্যপানের ভয়ংকর পর্যায়টি সুস্পষ্ট রুপেই প্রতিভাত হয় । আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত , তিনি বলেন “ যখন মদ্য পান হারাম করে দেওয়া হলো তখন সাহাবীগণ েএকে অপরের নিকট গিয়ে বলতে লাগলো : মদ হারাম তরে দেওয়া হয়েছে এবং সেটাকে শির্কের পাশাপাশি অবস্থানে রাখা হয়েছে ” ।
আরও দেখুনঃ কাশ ফুশ শুবহাত pdf বই ডাউনলোড
নিচে মদপান ও ধূমপানের অপকারিতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.15 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আঃ আযীয আল-মাদানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ