মাওলানা আব্দুল্লাহেল কাফী আল কোরায়শী pdf ডাউনলোড। বাঙ্গালী মুসলমানদেরকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার জন্য বিংশ শতাব্দীর ষাট দশক পর্যন্ত যে সকল প্রতিভাধর মনীষী দক্ষ হাতে লেখনী এবং সংগঠন পরিচালনা করে কুরআন ও ছহীহ সুন্নাহর প্রচার ও প্রতিষ্ঠা কল্পে নিজেদের অমুল্য জীবন উৎসর্গ করেছেন, তাদেঁর মধ্যে মাওলানা আব্দুল্লাহেল কাফী ছিলেন অন্যতম। নিম্নে তারঁ সংক্ষিপ্তী জীবনী আলোচিত হল।
মাওলানা আব্দুল্লাহেল কাফী বর্তমান বাংলাদেশের দিনাজপুর যেলাধীন পার্বতীপুর সদর থানার খোলাহাটি রেল ষ্টেশনের নিকটবর্তী বস্তীর আড়া পরবর্তী নাম নুরুল হুদা গ্রামে ১৯০০ খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ আব্দুল হাদী দিল্লীর মিয়াঁ নাযীর হুসাইন দেহলভী (১২২০-১৩২০/১৮০৫-১৯০২ )।এর শেষের দিকের ছাত্র ছিলেন।
আরও দেখুনঃ পীর ও পুলিশ pdf বই ডাউনলোড
এবং সেই সুত্রে তিনি আহলেহাদীছ হন। পিতামহ সৈয়দ রাহাত আলী এবং প্রপিতামহ সৈয়দ বাকের আলী চট্টগ্রাম জর্জ কোর্টের উকিল ছিলেন। পিতৃকুলে তিনি চট্টগ্রাম যেলার রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের সৈয়দ খোশহাল মুহাম্মাদ-এর সাথে এবং মাতৃকুলে পশ্চিম বঙ্গের বর্ধমান যেলাধীন রসূলপুর পরগনার টুব গ্রাম নিবাসী পীর শাহ দিরাসাতুল্লাহর সাথে সম্পর্কিত।
সংক্ষিপ্ত জিবনী।
এই পীর হযরত আবুবকর ছিদ্দীক রাঃ-এর বংশধর বলে পরিচিত। মাওলানার মা উম্মে সালমা ছিলেন তারঁ পৌত্রী। ফুরফুরার পীর আবুবকর ছিদ্দীকও একই বংশোদ্ভুত। পিতা সৈয়দ আব্দুল হাদী দিল্লীতে শিক্ষা শেষে বাড়ী ফিরলে স্বীয় পিতা ও হোদরগণ সহ্য না করায় এক রাতে জন্মভুমি হতে বিদায় নিয়ে গোপনে পশ্চিম বঙ্গের হুগলী গমন করেন ।
আরও দেখুনঃ আল্লাহকে পেতে পীর ধরা pdf বই ডাউনলোড
ও সেখানে স্বীয় এক জ্ঞাতি চাচা মাওলানা আব্দুল কাদের-এর নিকটে আশ্রয় পান ও পরে তারঁ জামাতা হন। কিছুদিনের মধ্যে স্ত্রী মারা গেলে তিনি বর্ধমান যেলার রসূলপুর পরগনার টুব গ্রাম নিবাসী গদ্দীনশীন পীর দিরাসাতুল্লাহর পৌত্রী উম্মে সালমার সাথে বিবাহিত হন মাওলানা কাফী ছিলেন তারঁই গর্ভজাত সন্তান।
শৈশব কালে তিনি স্বীয় মাতা উম্মে সালমার নিকট প্রাথমিক উর্দু-ফার্সী পুস্তক ও ফিকহে মুহাম্মাদী শিক্ষা লাভ করেন। মাত্র ৬ বৎসর বয়সে তারঁ পিতৃ বিয়োগ ঘটলেও পিতার নিকট কিছুটা প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি নিজেই তারঁ পিতার জীবনী রচনায় লিখেছেন- আমি তারঁ কাছ থেকে গুলিস্তাঁ ও বুলূগুল মারামের কিঞ্চিৎ তরজমা অধ্যয়ন করার সুযোগ লাভ করেছিলোম। পিতার মৃত্যুর পর তিন বৎসর পর্যন্ত তিনি পিতার প্রতিষ্ঠিত মাদরাসায় অধ্যয়ন করেন।
আরও দেখুনঃ শেখ সা‘দী pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আব্দুল্লাহেল কাফী আল কোরায়শী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।