মুখালাফাতে নফস ও তালিমে তাশাউফ pdf বই ডাউনলোড। বুযর্গ ছাড়া এ নিয়ামত কোথাও পাবিনা রে!
যারা আহালে তাসাউফের মানুষ তাঁরা আল্লার এবাদাত বন্দেগীতে বিনয়ী হয়ে থাকেন, তাঁরা বিনয়ের মাধ্যমে আল্লার নৈকট্যের মুশাহাদার দ্বারা এমন এক জগতে পৌঁছতে সক্ষম হয়, যেখানে আল্লার ফেরাস্তাও পৌঁছতে সক্ষম হয় না । সেই স্থান হল ‘আলমে লাহুত” অর্থাৎ জতির্ময় জগৎ।
মেরাজের রাত্রে হজরত নবী পাক (সঃ) ওই স্থানে পৌঁছানোর আগে সিদরা তুল মনতাহায় হজরত জিব্রাইল (আঃ) বলেছিলেন । ইয়া রসুলুল্লাহ (সঃ) এবার আমাকে বিদায় দিন আমি আর এক পা অগ্রসর হতে অক্ষম, আমি যদি এক পা অগ্রসর হই তাহলে আমার সমস্ত পাখানা পুড়ে ছাই হয়ে যাবে। এবার আপনাকে একা যেতে হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আহালে তাশাউফের মানুষ আল্লার সেফাতি গুণাবলির ধ্যানের মাধ্যমে ক্রমান্নয়ে ওই জগতে যাহা দূর বহুদূর পৌঁছতে সক্ষম হয়। “আলমে খালক” জড় জগৎ অতিক্রম করে আহালে তাশাউফ যখন জতিময় জগতে পদার্পন করে তখন তার সের লতিফার ধ্যানের মাধ্যমে সে আল্লার দর্শন করতে থাকে।
হজরত নবী পাক (সঃ) বলেছেন আছছালাতো সিয়ারাজুল মমেনিন। অর্থাৎ নামাজ হলো মমেনদের মেরাজ।
১। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে অফি আন ফুসিহিম হাত্তা ইয়াতা বাইয়ানা লাহুম আন্নাহুল হাককু (সুরা হা – মিম)। অর্থ্যাৎ – আমি আমার নিজের চিহ্ন সমূহ জগতে ও মানুষের শরীরে সেগুলোকে দেখাবার উদ্দেশ্যে প্রকাশ করছি যাতে তাদের কাছে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় যে, প্রকৃত সত্য সে। (এক)
২। আল্লাহপাক অন্য আয়াতে বলেছেন,- অফি আন ফুসি কুম আফালা তুবসিরুন । —অর্থাৎ-সমস্ত সৃষ্টির মধ্যে যেরুপ আমার অস্তিত্ব বিদ্যমান, তেমনই তোমাদের প্রত্যেকের মধ্যে ও আমার নিদর্শন রয়েছে। তোমরা কি তা দেখতে পাও না?
আল্লাহ পাকের কালাম থেকে প্রমানিত হয়ে গেল যে, প্রত্যেকটা মানুষের নিজের আত্ম পরিচয় যানা একান্ত আবশ্যক। কারন সে নিজের আত্মপরিচয়ের মাধ্যমে তার মহান প্রভূর সত্বার ও সেফাতির (গুনাবলির) জ্ঞান লাভের মাধ্যমে প্রকৃত মানুষের সম্মান ও পদমর্যাদার শোপানে উন্নিত হতে সক্ষম। একমাত্র সেই ব্যাক্তি ভাগ্যবান যে তার গবেশনা মুলক জ্ঞানের সন্ধানে নিজেকে উৎসর্গ করেছে।
তা হবে একমাত্র এলমে দীনের মাধ্যমে। এই এলমে দীন হচ্ছে দুই ভাগে বিভক্ত। প্রত্যেকটি এক একটির সঙ্গে জড়িত। একটি হলো প্রকাশ্য অপরটি অপ্রকাশ্য। জাহিরি- “শরীয়ত” প্রকাশ্য নামায, রোজা, হজ্জ, জাকাত, পাক-নাপাক ইত্যাদি। অপরটি “মারেফাত’”ইমান এখলাচ ইয়াকিন রাগ হিংসা ইত্যাদি। এই উভয় এলমের জ্ঞান লাভ করেছেন যিনি তিনি হলেন মহাক্কেক বা হাক্কানি। এমন ব্যাক্তি আজ বিরল।
নিচে মুখালাফাতে নফস ও তালিমে তাশাউফ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 15 MB |
প্রকাশ সাল | ২০০২ সাল |
বইয়ের লেখকঃ | আবুল হোসেন |
বইয়ের অনুবাদকঃ |