মুঠো মুঠো সৌরভ pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা মুহাম্মাদ মুস্তফাকে গোটা মানবজাতির কাছে রাসুলরূপে প্রেরণ করেন । তিনি উম্মতের কাছে পৌঁছে দেন রিসালাতের আমানত; সর্বশক্তি ব্যয় করে জিহাদ করেন আল্লাহর পথে। ফলে আল্লাহ তাআলার সাহায্য ও বিজয় এসে তাঁর পদচুম্বন করে; লোকেরা দলে দলে আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় ।
নবুওয়ত-লাভের পূর্বেও রাসুলুল্লাহ ছিলেন সচ্চরিত্রের জীবন্ত নমুনা। সততা, সাহস, দৃঢ়তা ও বিশ্বস্ততায় গোটা আরবে তাঁর কোনো জুড়ি ছিল না । তাই মক্কা নগরী ও তার আশেপাশের লোকেরা তাঁকে (আল-আমিন) ‘বিশ্বস্ত সত্যবাদী’ বলে ডাকত।তাঁর বয়স যখন চল্লিশ বছর, জিবরাইল তাঁর কাছে নিয়ে আসেন রিসালাতের পয়গাম। তখন তিনি হেরা গুহায় ইবাদতরত ছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
জিবরাইল * প্রথমবারের মতো তাঁর সামনে কুরআনের নিম্নোক্ত আয়াতগুলো তিলাওয়াত করেন :
أَقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنسَنَ مِنْ عَلَقٍ أَقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ ‘পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন—সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে । পড়ো, আর তোমার রব তো মহিমান্বিত; যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন—শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না ।
নবুওয়তপ্রাপ্তির পর তিনি বেশ দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দাওয়াতের কাজ চালিয়ে যান। লোকদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দেন আর জাহান্নামের ভীতি প্রদর্শন করেন। এদিকে কুরাইশের মুশরিকরা তাঁকে মিথ্যাবাদী সাব্যস্ত করে এবং নানানভাবে কষ্ট দিতে শুরু করে। সবকিছু উপেক্ষা করে তিনি দাওয়াহর কাজ অব্যাহত রাখেন। অবশেষে তারা তাঁকে ‘আল-বালাদুল আমিন” মক্কা থেকে বের করে দেয়। বাধ্য হয়ে তিনি একজন সঙ্গীকে নিয়ে মদিনায় হিজরত করেন।
ইসলামের দাওয়াহর প্রশ্নে তিনি কোনো কিছুর পরোয়া করেননি। দ্বীনের দাওয়াতই ছিল তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান। দাওয়াহর পথে তিনি নিজের জান-মাল কুরবান করতেও দ্বিধা করেননি। জ্ঞান মুসলিমদের প্রথম ঘাঁটি মদিনা মুনাওয়ারায় শুরু হয় রাসুলুল্লাহ -এর নতুন জীবন। আল্লাহর কালিমাকে সমুন্নত করার লক্ষ্যে তিনি ঝাঁপিয়ে পড়েন এক কঠিন সংগ্রামে। ক্রমবিকাশমান মুসলিম জনগোষ্ঠীকে তিনি সমবেত ও সংহত করেন; তাদের মাঝে সঞ্চার করেন উদ্যম ও শক্তি।
দ্বীনের দাওয়াহকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে তিনি তাঁর নবিসুলভ হিকমাহ ও প্রজ্ঞা কাজে লাগিয়ে প্রণয়ন করেন একটি সুবিন্যস্ত পরিকল্পনা। সুলত নবুওয়ত-লাভের পর থেকে রফিকে আলার ডাকে সাড়া দেওয়া পর্যন্ত পুরো জীবন তিনি ব্যয় করেছেন দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে : মক্কায় তাওহিদের দাওয়াহর আওতায় জিহাদের জন্য লোকদের প্রস্তুত করেছেন, আর মদিনায় তাওহিদ প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন।
নিচে মুঠো মুঠো সৌরভ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 30.22 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাহমুদ শীত খাত্তাব |
বইয়ের অনুবাদকঃ | হাবীবুল্লাহ মিসবাহ |