যাদুকর ও জ্যোতিষীর গলায় তরবারি pdf বই ডাউনলোড। যাদু, জ্যোতিষী ও গণকগিরি শয়তানী কর্মের অন্তর্ভুক্ত। ঈমান-আকীদা নষ্টকারী বিষয়। কেননা এগুলি শিরক ও কুফুরীর মাধমেই বাস্তবায়ন হয়ে থাকে। শিরক ও পাপাত্মা ব্যতীত যাদু করা সম্ভব নয়। এজন্য শরীয়ত শিরকের সাথে সাথে যাদু থেকেও সতর্ক করে।
যেমন, নবী করীম সাঃ বলেছেন, তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু হতে বেঁচে থাক। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ! সেগুলি কি? তিনি উত্তরে বলেনঃ
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
- ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ pdf বই ডাউনলোড
- সঠিক আকীদা ও পরিপন্থী pdf বই ডাউনলোড
- ইসলামের রাজনৈতিক চিন্তা pdf বই ডাউনলোড
১. আল্লাহর সাথে শরীক করা।
২. যাদু করা
৩. হক পন্থা ব্যতীত কোন ব্যক্তিকে হত্যা করা
৪. সুদ খাওয়া।
৫. ইয়াতিমের মাল খাওয়া।
৬. যুদ্ধের ময়দান হতে পলায়ন করা।
৭. স্বতী-স্বাধবী, সরলা মুমিন নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া। (বুখারী-৫/৩৯৩, মুসলিম-২/৮৩)
প্রথমতঃ এতে রয়েছে আল্লাহকে বাদ দিয়ে শয়তানের সাথে সম্পর্ক স্থাপন, তার সন্তুষ্টি অর্জন করা। এবঙ সে যেন যাদুকরের কথামত কাজ করে এজন্য সে যা চায় তাই বাস্তবায়ন করে। সুতরাং যাদু হলো শয়তানেরই শিক্ষা ও আমল।
দ্বিতীয়তঃ যাদুতে সাধারণত ইলমে গায়েব দাবী করা হয় ও তাতে আল্লাহর সাথে অংশীদারিত্ব বুঝায়। তাই এটি শিরক ও গোমরাহী।
অতএব, এ থেকে সাব্যস্ত হয় যে, যাদু নিশ্চয় শিরক ও কুফুরী এবং ঈমান ও আকীদা বিনষ্টকারী ও পরিপন্থী। অনেকে মনে করে যাদুকর, জ্যোতিষী ও গণকের নিকট গেলে উদ্দেশ্য পূর্ণ হয়। উপকার লাভ করা যায়। উপকার পাওয়া গেলেও লক্ষ্য করতে হবে যে, সে পদ্ধতি ও মাধ্যম জায়েয কি না? এরূপ অনেক জিনিসেই উপকার পাওয়া সম্ভব কিন্তু তা হারাম সাব্যস্ত হওয়ার কারণে তা দ্বারা উপকার নেয়াও হারাম।
নিচে যাদুকর ও জ্যোতিষীর গলায় তরবারি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বায়তুস সালাম, সৌদিআরব বইয়ের ধরণঃ কবিরাজি বই বইয়ের সাইজঃ 4.60 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী অনুবাদঃ মুহাম্মদ আব্দুর রব আফফানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ