যে গল্পে হৃদয় গড়ে pdf বই ডাউনলোড। গত কয়েক মাস আগের ঘটনা। বিশেষ প্রয়োজনে বাড়ি গিয়েছিলাম । ব্যস্ততা ছিল প্রচুর । দম ফেলবার অবসর নেই । এরই মধ্যে এক লোক এসে হাজির। লোকটি আমার আত্মীয়। দূরের নয়, একেবারে কাছের । যাকে বলে নিকটাত্মীয়। এসেই মিনতিভরা আবদার- তোমাকে আগামীকাল এক জায়গায় যেতে হবে।
কোথায় যেতে হবে? আমার পাল্টা প্রশ্ন।খুব বেশি দূরে নয় । এই তো শহরের এক জায়গায় ।
আমি তো ভীষণ ব্যস্ত। হাতে অনেক কাজ। দু’ দিনের জন্য বাড়িতে এসেছি। এর মধ্যে কাজগুলো শেষ করতে পারব কি-না, সে চিন্তাই করছি । অতসব আমি বুঝি না। যেতে তোমাকে হবেই। আমি তোমার অপেক্ষায় ছিলাম। মনে মনে ভাবছিলাম, তুমি আসলে খুব ভাল হত। আল্লাহ আমার আশা পুরা করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
-তা কাজটা কি একটু শুনি ।
কঠিন কোনো কাজ নয়। আমার ছেলের বিয়ের ব্যাপারে আলাপ- আলোচনা চলছে। আগামীকাল কয়েকজন লোক মেয়ের বাড়ি দেখতে যাবে। জুমআর নামাজ শহরের মধ্যপাড়া মসজিদে পড়ার কথা। মসজিদের পাশেই মেয়েদের বাড়ি। মাত্র দু’ মিনিটের পথ।
লোকজন মেয়ের বাড়ি দেখতে যাবে, মেয়ে দেখবে না? – সেটা কি আর বলতে হয়!
আমি এসব কাজে খুব একটা যাই না। যাওয়ার সময়ও হয় না। তবে আপনি যখন এসেছেন, আপনার সম্মানার্থে শত কাজ থাকা সত্ত্বেও যাওয়ার এরাদা করছি । অবশ্য আমার একটা শর্ত আছে। সে শর্তটি পালন হওয়ার ব্যাপারে আপনার পক্ষ থেকে নিশ্চয়তা পেলেই আবেদন রক্ষা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ । অন্যথায় নয়।
বলো, তোমার কী শর্ত আছে। তোমার যে কোনো শর্ত মানতে রাযি শর্তটি হলো, সেখানে কোনো শরিয়ত বিরোধী কাজ হতে পারবে না । ছেলে কেবল একাই মেয়ে দেখবে। আমরা যারা এখান থেকে যাব, তাদের কেউ দেখতে পারবে না। ছেলের পিতা ও বন্ধু-বান্ধবরাও দেখতে পারবে না?! না, কেউ দেখতে পারবে না। যদি এই শর্ত মানতে রাযি থাকেন তবেই আমি যেতে প্রস্তুত আছি । অন্যথায় আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন।
ঠিক আছে। তোমার শর্ত অবশ্যই মানা হবে। তবে আমার একটি প্রশ্ন। . করুন। নির্দ্বিধায়। নিঃসঙ্কোচে।
আমার প্রশ্ন হলো, ছেলে একা দেখে কি মেয়ের ভাল মন্দ পুরোপুরি বুঝতে পারবে? যাচাই করতে পারবে তার জ্ঞানবুদ্ধি, গুণাবলী? ছেলের একা দেখা যথেষ্ট মনে না করলে প্রয়োজনে মহিলারা দেখতে পারে। তারা মেয়ের সাথে বিভিন্ন প্রকার কথাবার্তা বলে তার বুদ্ধিমত্তা ইত্যাদি।
নিচে যে গল্পে হৃদয় গড়ে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
| বইয়ের ধরণঃ | ইসলামিক গল্প বিষয়ক বই |
| বইয়ের সাইজঃ | 5.22 MB |
| প্রকাশ সাল | |
| বইয়ের লেখকঃ | মাওলানা মুফিজুল ইসলাম |
| বইয়ের অনুবাদকঃ | রাবেয়া বিনতে সালমান |






















