রহমতে আলম pdf বই ডাউনলোড। বিশ্বনবী সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম যে ‘রহমতে আলম’ (সমগ্র বিশ্বের জন্য রহমত), তা অকাট্যভাবে প্রমাণিত । কারণ, খোদ্ আল্লাহ্ তা’আলা পবিত্র ক্বোরআনে এরশাদ করেছেন “ওয়ামা— আরসালানা-কা ইল্লা- রাহমাতাল্লিল ‘আ-লামীন।” [সূরা আম্বিয়া: আয়াত-১০৭] তরজমা: “আমি আপনাকে সমস্ত বিশ্বের জন্য রহমত করেই প্রেরণ করেছি।” রসূলে করীমের বহু বিশুদ্ধ হাদীস শরীফ, ইতিহাস, দ্বীনের নির্ভরযোগ্য কিতাবাদি এবং বাস্তবতা দ্বারাও একথা অকাট্যভাবে প্রমাণিত ।
দেখুন, বিশ্বস্রষ্টা হলেন প্রেরণকারী, যাঁকে প্রেরণ করেছেন তিনি হলেন রসূলে আরবী সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম । আর যার প্রতি প্রেরণ করেছেন তা হলো ‘আলামীন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
এ ‘আলামীন’ শব্দটার প্রতি গভীরভাবে লক্ষ্য করলে বিশ্বনবীর রহমতের ব্যাপকতা সুস্পষ্ট হয়ে যায় । ‘আলামীন’ (সমস্ত বা সমগ্র বিশ্ব) অতি ব্যাপক শব্দ । যেমন- আলমে নাবাতাত (তৃণজগত), আলমে হায়ওয়ানাত (প্রাণী জগত), আলমে জমাদাতা (জড়জগত), আলমে না-সূত (মানবজগত), আলমে মালাকূত (ফেরেশতাজগত), আলমে তাগূত (দানব জগত) ইত্যাদি ।
অন্যভাবে বলা যায়- ‘এখানকার বিশ্ব, ওখানকার বিশ্ব, পার্থিব বিশ্ব, আসমানী জগত, ইহজগত, পরজগত, প্রাচ্য জগত, পাশ্চাত্য জগত, উত্তর-বিশ্ব, দক্ষিণ-বিশ্ব, যৌবনের দুনিয়া, শৈশবের দুনিয়া, মোটকথা, যত বিশ্ব, দুনিয়া বা জগত থাকুক না কেন, সবই এ ‘আলামীন’ শব্দের মধ্যে রয়েছে।
এ সব জগতকেই এক শব্দে ‘আলামীন’ বলা হয়। এ ‘আলামীন’ শব্দের ব্যাপকতা বুঝতে হলে ‘আলহামদু লিল্লা-হি রাব্বিল আলামীন’ (আল-আয়াত) দ্বারা বুঝার চেষ্টা করা চাই। এ আয়াতের অর্থ হলো- ‘সমস্ত প্রশংসা খাস আল্লাহ্ তা’আলার জন্য, যিনি সমগ্র বা সমস্ত বিশ্বের রব’ (মহান প্রতিপালক) ।
নিচে রহমতে আলম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 2.25 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মাদ আব্দুল মান্নান |
বইয়ের অনুবাদকঃ |