রাসুলুল্লাহ সাঃ এর শিক্ষানীতি pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রথম বাণীটিই ছিল- “ইকরা বিসমি রাব্বিকালৱাজি খালাক।” “পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড় দিয়েই শুরু হয়েছে সর্বকালের সেরা মানুষ আমাদের প্রিয় নবী মানবতার বন্ধু মুহাম্মদ সা. এর মিশনের যাত্রা। আল্লাহতায়ালা আদম থেকে শুরু করে সকল নবী এবং রাসূলকে শিক্ষার সাথে সম্পৃক্ত করেই তাদের পরিচয় তুলে ধরেছেন। আলৱাহ বলেন : ‘হে নবী! আপনাকে আমি এমন সব জ্ঞান শিক্ষা দিয়েছি যা আপনিও জানতেন না এবং আপনার পূর্বপুরুষও জানতো না।’ (৬:৯২)
আলৱাহপ্রদত্ত জ্ঞানদক্ষতায় রাসূল সা. এতই পারদর্শিতা অর্জন করেছিলেন যে, শিক্ষা সম্প্রসারণে বিশ্বমানবতার মহান শিক্ষকরূপে তার আবির্ভাব হয়েছিল। সে জন্য রাসূল সা. নিজেও এ পৃথিবীতে রাষ্ট্রপ্রধান, সেনাপতি কোন নামেই নিজের পরিচয় তুলে ধরেননি। বরং তিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে এভাবে গর্ববোধ করেছেন। রাসূল সা. বলেন : ‘বুয়িস্ত মোয়ালিৱমান’ ‘আমি মানবতার জন্য শিক্ষকরূপে প্রেরিত হয়েছি।’
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
আলৱাহ্পাক রাসূলে করীম সা.-এর পরিচয় দেন এভাবে : “তিনি (আলৱাহ্) যিনি নিরার লোকদের মধ্য হতে তাদেরই একজনকে নবী হিসেবে উন্নীত করেছেন, যিনি (নবী সা.) তাদের কাছে আবৃত্তি বা পাঠ করেন তার (আলল্গাহ) নিদর্শনসমূহ, তাদের পূত-পবিত্ৰ করেন এবং শিৰা দেন কিতাব ও জ্ঞান; যদিও তারা পূর্বে মিথ্যা বিশ্বাসের অনুসারী ছিল।” (৬২:২)
হযরত মুহাম্মদ সা. ছিলেন উম্মি। মানবরচিত কিতাব বা গ্রন্থজ্ঞান তিনি আহরণ করেননি। মানবরচিত গ্রন্থের শিৰা অর্জন না করার ফলে তিনি কোন লেখক বা গ্রন্থকারের মতবাদ দ্বারা পৰপাতদুষ্ট হওয়া থেকে ছিলেন পাক ও পবিত্র। কারণ সমগ্র বিশ্বের তথা বিশ্বমানবজাতির যিনি শিৰক, তিনি কী করে কোন মানুষবিশেষের নিকট শিক্ষা গ্রহণ করতে পারেন? তাহলে বিশ্বকে সার্বজনীন শিৰা দেবে কে? আর এ কারণেই আলৱাহ পাক তাঁর প্রিয় রাসূল সা. এর শিক্ষার ভার নিজেই গ্রহণ করেছেন।
রাসূল সা. রাসূলুল্লাহ (স.)-এর শিক্ষানীতি-৭
শিক্ষকসুলভ আচরণের মাধ্যমে আরবদের মাঝে লুক্কায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করে জ্ঞান-বিজ্ঞানের আলোয় আলোকিত করার কর্মসূচিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন। শুধু তাই নয়, তিনি মানবকুলের শ্রেষ্ঠসম্পদ হিসেবে জ্ঞানকেই আখ্যায়িত করলেন ।
আলৱাহ্ বলেন : “কুল, রাব্বি জিদনি ইলমা”- “বল, হে রব আমার, আমার জ্ঞান বৃদ্ধি কর।” কুরআনের বাণী : ‘যাকে জ্ঞান-প্রজ্ঞায় সমৃদ্ধ করা হয়েছে তাকে মহাকল্যাণে ভূষিত করা হয়েছে।’ (২:২৬৯) ‘যে ব্যক্তি জ্ঞান রাখে আর যে জ্ঞান রাখে না তারা উভয় কি সমান হতে পারে?’ (সূরা জুমার : ৯) রাসূল সা.-এর হাদিসেও আমরা দেখতে পাই ‘জ্ঞানান্বেষণ করা প্রত্যেক নর-নারীর ওপর ফরজ হিসেবে বিবেচ্য।
নিচে রাসুলুল্লাহ সাঃ এর শিক্ষানীতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রফেসসর বুক কর্নার |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর শিক্ষা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.22 MB |
প্রকাশ সাল | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | ড. মুহাম্মদ রেজাউ |
বইয়ের অনুবাদকঃ |