রাহাতুল ক্কুলুব বা তরিকত শিক্ষা pdf বই ডাউনলোড। তা, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি মন্দ কার্যগুলি দুরীভূত হইয়া ভীত ও নমভাবে একাগ্রতা চিত্তে আল্লাহ তা’লার সর্ব্বাঙ্গ সুন্দর ইবাদত করিতে সক্ষম হয়, উহাকে “ইলমে-তরিকত” বা “বাতেনী ইলম” বলে ।
জাহেরী ইলম্ দ্বারা কোরআন, হাদীছ ও ইজমা অনুযায়ী ফরজ, ওয়াজিব, ছুন্নত ইত্যাদি সৎকাজগুলি করা এবং হারাম, মাকরূহ, নাজায়েজ ইত্যাদি মন্দ কাজগুলি পরিত্যাগ করত: বাহ্যিক ত্বাহারাত হাছিল করাকে ‘জাহেরী কামালাত’ এবং বাতেনী ইলম্ দ্বারা হুজুরী দেলের সহিত আল্লাহ-তালার ইবাদত করা ও অন্তর হইতে যাবতীয় মন্দ কাৰ্য্যগুলি দূরীভূত করত: আভ্যন্তরীণ ত্বাহারাত (পবিত্রতা) হাছেল করাকে ‘ইহছান’ নামক বাতেনী কামালাত বলে ৷
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
মূল কথা জাহেরী ইলমের দ্বারা শরিয়ত প্রতিপালিত হয় এবং আলমে খল্ক অর্থাৎ জড় জগতের অবস্থাদি অবগত হইতে পারা যায়। পক্ষান্তরে ‘ইলমে মোক্কাশাফা’ নামীয় বাতেনী ইলম বিশুদ্ধ অন্তরে প্রকাশিত হইয়া আল্লাহ তায়ালার ও রাছুলে পাকের জাত ছিফাতের, খানায়ে কাবা, বেহেশত-দোজখ, নামাজ-রোজা পয়গম্বরগণ ও যাবতীয় সৃষ্ট বস্তুর হাকিকত, কোরআন পাকের নিগূঢ়তত্ব (গুপ্ত ভেদ), আলমে আমর অর্থাৎ সুক্ষ্ম জগতের অবস্থাদি অবগত এবং আল্লাহ তা’লার মহব্বত, মারেফত ও তাঁহার কোন বস্তুর (নৈকট্য) হাছেল করিয়া দেয়।
জাহেরী ইলম্ কর্তৃক শরিয়ত পরিপক্ক এবং বাতেনী ইলম্ কর্তৃক অন্তর পরিশুদ্ধ হইলেও এতদুভয়ের মধ্যে ফল বৃক্ষের সম্পর্কের ন্যায় একটি প্রধা অর্থাৎ আল্লাহতা’লা বলেন, আমি মানুষ ও জ্বীনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। আল্লাহ তা’লার এ ফরমান অনুসারে বান্দাগণের ইবাদত করা একান্ত কর্তব্য।
যে সমস্ত ইবাদত বাহ্য অঙ্গ-প্রতঙ্গ দ্বারা সম্পাদিত হয় তাহাকে ইবাদতে জাহেরী এবং যে সমস্ত ইবাদত দেলের সহিত সম্পর্ক রাখে উহাকে বাতেনী ইবাদত বলে ।
উপরোক্ত উভয় প্রকার ইবাদতের নিমিত্তে এলম্ শিক্ষা করা অতিশয় জরুরী। হাদীছ শরীফে আছে— “প্রত্যেক মুসলমান নর নারীর উপর এলম্ শিক্ষা ফরজ।”
যে ইলম্ কর্তৃক আল্লাহ ও রাছুলকে, মুসলমান অমুসলমানকে চিনিতে দুনিয়া-আখেরাত, (কেয়ামত) বেহেশত, দোজখ, হিসাব-নিকাশ, হালাল ও হারাম জানিতে পাক-নাপাক, নামাজ, রোজা, হজ্জ, জাকাত ইত্যাদি শিক্ষা করিতে এবং আল্লাহ ও রাছুলের আদেশ নিষেধ অবগত হইতে পারা যায় উহাকে ইলমে জাহেরী বা “ইলমে শরিয়ত” বলে এবং যে ইলম কর্তৃক লোকের অন্তর হইতে রীয়া, কিনা, বিদ্বেষ, হিংসা, আত্মগরিমা।
নিচে রাহাতুল ক্কুলুব বা তরিকত শিক্ষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 15 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ আলী ফরিদী |
বইয়ের অনুবাদকঃ |