শরহু নুখবাতিল ফিকার pdf বই ডাউনলোড। আল্লাহ রাব্বুল আলামীন সর্বশক্তিমান। দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী; কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি যা ইচ্ছা করেন, যার থেকে ইচ্ছা করিয়ে নেন। তিনি কিছু করতে চাইলে কেউ তা বাধা দিতে পারে না। তিনি চাইলে অযোগ্য বান্দা থেকেও খেদমত নিতে পারেন এর আকেরটি প্রকৃষ্ট নজির বাংলা শরহু নুখবাতিল ফিকার।
যারা আমাকে চেনন তারাঁ ভালো করেই জানেন যে, আমরা মতো ইলমহীন ব্যক্তির শরাহ লেখা তো দুরেরর কথা তা পড়ারও যোগ্যতা নেই। এমন অযোগ্য ব্যক্তি থেকে উসুসূল হাদীসের মতো সুক্ষ্ম ও গভীর শাস্ত্রে কলম ধরাটা নিঃসন্দেহে যেমিন অবিশ্বাস্য তেমনি অনভিপ্রেত ও বটে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই ডাউনলোড
- বিশ্বনবী সাঃ রাজনৈতিক-জীবন pdf বই ডাউনলোড
- জ্বীন ও শয়তানের ইতিকথা pdf বই ডাউনলোড
- মাসায়েলে হজ্ব ও উমরাহ pdf বই ডাউনলোড
- মুখতাসার যাদুল মাআদ pdf বই ডাউনলোড
কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলা যেহেতু এই অধম থেকে এমন খেদমত নেওয়ার ইচ্ছা করছেন, তাই এ অসম্ভব হয়েছে। গুনাহগার, অধম থেকে আল্লাহ তাআলা এই মহান খেদমত নেওয়া তারই উদ্দেশ্যে জীবন-মরণ উৎসর্গ করছি। অন্তরের অন্তঃস্থল থেকে স্বকৃতজ্ঞ স্তুতিবাদ জ্ঞাপন করছি।
হে আল্লাহ! আমি পুনরায় স্বীকার করছি তুমি মহীয়ান-গরীয়ান, সকল শক্তির আধার। তুমি সর্বশক্তিমান। আর উসূলুল হাদীস হলো হাদীস শান্ত্রের মুলনীতি। হাদীসশাস্ত্রের গ্রামার বা ব্যাকরণ। হাদীসশাস্ত্রকে ত্রুটিমুক্ত রাখতেই এ শাস্ত্রে জন্ম। কেননা, উসূসুল হাদীসের মাধ্যমেই কোন হাদীস নির্ভরযোগ্য, কোন হাদীস দুর্বল, কোন হাদীস বিশুদ্ধ, কোন হাদীস বিশুদ্ধ নয় তা জানা যায়।
ইলমে হাদীস সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে হলে উসূলুল হাদীসের জ্ঞান লাভ করা অত্যাবশ্যক। সুতরাং এটি একটি অতীব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ শাস্ত্র। উসুলুল হাদীসের উপর কলম ধরে যে সকল মনীষী ও শাস্ত্রকে পরিমার্জিতরূপে পূর্নাঙ্গ শাস্ত্ররূপ দিতে প্রয়াস পেয়েছেন।
তাঁদের মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী র.-এর নাম শীর্ষ কাতারে। প্রখ্যাত হাদীস বিশারদ, বিদগ্ধ পন্ডিত ইবনে হাজার র. উসূলুল হাদীসের উপর প্রথমত নুখবাতুল ফিকার অতঃপর শরহু নুখবাতিল ফিকার শীর্ষক একটি চমৎকার কিতাব জগদ্বাসীকে উপহার দিয়েছেন। সম্পূর্ণ বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে শরহু নুখবাতিল ফিকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.93 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ আলমগীর হোসাইন |