শামায়েলে তিরমিযী pdf বই ডাউনলোড। ১. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ খুব দীর্ঘ ছিলেন না আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামী বর্ণেরও ছিলেন না । তাঁর চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না । ৪০ বছর বয়সে আল্লাহ তা’আলা তাঁকে নবুওয়াত দান করেন। এরপর মক্কায় ১০ বছর এবং মদিনায় ১০ বছর কাটান। আল্লাহ তা’আলা ৬০ বছর বয়সে তাঁকে ওফাত দান করেন। ওফাতকালে তাঁর মাথা ও দাড়ির ২০টি চুলও সাদা ছিল না।
ব্যাখ্যা : রাসূলুল্লাহ রাজার এর মাঝে যেমন উত্তম গুণাবলির সর্বাধিক সমাবেশ ঘটেছিল, তেমনি তাঁর দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয়। এ হাদীস থেকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ বেমানান দীর্ঘকায় ছিলেন না। আবার অতি খাটোও ছিলেন না । বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
উল্লেখ্য যে, নবী এর ইন্তেকাল হয়েছে ৬৩ বছর বয়সে । তিনি মক্কায় ১৩ বছর এবং মদিনায় ১০ বছর অতিবাহিত করেছেন। এ সংক্রান্ত হাদীসগুলো এ গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে । বর্ণিত হাদীসটিতে দশকের পরের সংখ্যা ৩ বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল ১০ বছর এবং নবী এর মোট বয়স ৬০ উল্লেখ করা হয়েছে ।
২. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ মধ্যমাকৃতির ছিলেন । বেশি লম্বা কিংবা বেশি খাটোও ছিলেন না । তাঁর দেহ ছিল খুব আকর্ষণীয় । আর তাঁর চুল বেশি কোঁকড়ানো কিংবা একেবারে সোজাও ছিল না । তিনি ছিলেন গৌরবর্ণের । পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন ।
তিনি ছিলেন মধ্যমাকৃতির : عَنِ الْبَرَاءِ بْنَ عَازِبٍ له يَقُولُ : كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَجُلًا مَرْبُوعًا بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ . عَظِيمَ الْجُمَةِ إِلى شَحْمَةِ أُذُنَيْهِ الْيُسْرَى . عَلَيْهِ حُلَةٌ حَمْرَاءُ ، مَا رَأَيْتُ شَيْئًا قَةُ أَحْسَنَ مِنْهُ
৩. বারা ইবনে আযিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ মধ্যমাকৃতির ছিলেন । তাঁর দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত । তাঁর ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল । তাঁর দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত । আমি তাঁর তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি ।
ব্যাখ্যা : এ হাদীসে লাল চাদর ও লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে । অথচ রাসূলুল্লাহ পুরুষের জন্যে লাল রংয়ের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন । এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন, উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে। এখানে যে কাপড়দ্বয়ের কথা বলা হয়েছে, সেটা লাল ডোরাকাটা ছিল, উজ্জ্বল লাল বর্ণের ছিল না ।
নিচে শামায়েলে তিরমিযী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইমাম পাবলিকেশন্স লিঃ |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.56 MB |
প্রকাশ সাল | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ বিন ঈসা আত তিরযিমী |
বইয়ের অনুবাদকঃ | আবদুর রহমান বিন মুবারক আলী |