সম্পদ গড়ার কৌশল pdf বই ডাউনলোড। জনাব হামদি উলুকায়া। আমেরিকার এক নম্বর দই বিক্রেতা প্রতিষ্ঠান চোানি ইয়োগাট এর কর্ণধার। আসলেই সফল হতে চান? গৎবাঁধা বসগিরি ফলানো বাদ দিন, বলছিলেন, বিলিয়নিয়ার হামদি উলুকায়া। ২০১৯ সালে দেয়া একটি TED শো”তে এইভাবেই নিজের সাফল্যের গল্প শুনিয়েছেন সবাইকে।
এমন কথা বলা তার পক্ষেই মানায়। গৎবাঁদা চিন্তা করলে আজকের অবস্থায় আসতে পারতেন না তিনিও। তার মতে গতানুগতিক ব্যাবসায়িক নিয়মগুলো খুবই একপেশে। তার সাফল্যের গল্পটা সত্যিই নাটকীয়। অনেকটা ছেঁড়া কঁথায় শুয়ে লাভ টাকার স্বপ্ন দেখার মত অবস্থা ছিল তার। কিন্তু সেই স্বপ্নই সত্যি হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সলাত পরিত্যাগকারীর বিধান pdf বই ডাউনলোড
- ছোটদের চরিত্র কেমন হবে pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
হামদি বাস করতে তুরস্কে। পারিবারিকভাবে অনেকটাই যাযাবর জীবন ছিল তাদের । কীভাবে ডেইরি ফার্ম চালাতে হয়, আর ভেড়া-ছাগল পালতে হয়, এটা তারা ভালই জানেন। কিন্তু শুধু ভেড়া-ছাগল পালা নয়, তাদের মূল ব্যবসা ছিল পনির ও টক দই তৈরি করা। ছোটবেলা থেকে এসব দেখেই বড় হয়েছেন তিনি।
সময়টা ছিল ১৯৯৪ সাল। মাত্র বাইশ বছর বয়সের তরুণ হামদি। চলে এলেন নিউইয়র্কে। বেশ সাহসী সিদ্ধান্ত ছিল এটা। পকেটে মাত্র তিন হাজার ডলার নিয়ে তুরস্ক ছেড়েছিলেন। আর আজ তিনি কোটি-কোটি ডলারের মালিক। বিলিয়ন ডলারের ব্যবসা চালাচ্ছেন আমেরিকাতে। যখন এসেছিলেন তখন ইংরেজীতে একটা বাক্য বলতে পারতেন না। তিনি। তবুও এসব বাধা তাকে আটকে রাখতে পারেনি। গড়পড়তা মানুষদের মতো ভাবেননি বলেই হয়তো পূরণ করতে পেরেছেন তার আমেরিকান ড্রিম।
১৯৯৭ সারে তুরস্ক থেকে তার বাবাও এলেন নিউইয়র্কে। এক দোকানের পনির মুখে দিয়েই ওয়াক থু করে ফেলে দিলেন! বাবা বললেন ছেলেকে, আমরােই এরচেয়ে অনেক ভাল পনির বানাতে পারব। পারতেই হবে, এতদিন তো এটাই করে এসেছেন তারা। বাবা পরামর্শ দিলেন দেইয়ের ব্যবসা শুরু করার। জনাব উলুকায়া তাই করলেন। একটি পুরনো কারখানা কিনে নিলেন।
এরপর দুই বছরের মধ্যে স্থাপন করে ফেললেন দরকারি সরঞ্জাম। হয়ে গেল নিজস্ব দই উৎপাদন কারখানা। মোটামুটি সাফল্য আসতে লাগলো এখান থেকে। আজ চোবানি ইয়োগার্ট কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করছে। তিনি তার সাফল্যের নাম দিয়েছেন, এন্টি-সিইও মানসিকতা। তার সাফল্যের সুত্র তিনটি। এমন আরও অসংখ উলুকায়া রয়েছে এই বইয়ে আশা করি উপকৃত হবেন।
নিচে সম্পদ গড়ার কৌশল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সন্দীপন প্রকাশন |
বইয়ের ধরণঃ | আত্মউন্নয়নমূলক বিষয়ক |
বইয়ের সাইজ | 19.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | উমার সুল |
বইয়ের অনুবাদকঃ | আশিক আরমান নিলয় |