সহীহ মুসলিম শরীফ ৩য়-খন্ড pdf বই ডাউনলোড। আলোচ্য হাদীস শরীফে কোন আমল সর্বোত্তম প্রশ্নকারীর এই প্রশ্নের উত্তরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে, মহিমান্বিত আল্লাহ তাআলার প্রতি ঈমান গ্রহণ। এই উত্তর দ্বারা প্রতীয়মান হয় যে, আমলের প্রয়োগ ঈমানের উপরও হয়।
আর ইহা দ্বারা ঐ ঈমান মর্ম যাহা দ্বারা বান্দা দ্বীনে ইসলাম প্রবেশ করে। আর ইহা হইতেছে শাহাদাতইনের উপর আন্তরিক বিশ্বাস এবং মুখে স্বীকারোক্তি ।কাজেই শাহাদাতাইনের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা অন্তরের আমল এবং উহার স্বীকারোক্তি করা মুখের আমল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সহীহ মুসলিম শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- আমালুস সুন্নাহ pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মহিলাদের হজ্জ্ব ও ওমরাহ pdf বই ডাউনলোড
বলাবাহুল্য আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান-বুদ্ধি ও বিবেক-বিবেচনা শক্তি দান করিয়াছেন। সেই জ্ঞান -বুদ্ধি ও বিবেক -বিবেচনা শক্তি দ্বারা উদ্বদ্ধ হইয়া স্বেচ্ছায় কর্মক্ষমতা প্রয়োগ করত: অভ্যন্তরীণ অথবা বাহ্যিক কোন অঙ্গের দ্বারা কোন কার্য সমাধা করিবার নামই হইতেছে আমল। এতদদৃষ্টে ঈমান ও একটি আমল। কেননা ঈমানের উৎপত্তিস্থল কলব বা অন্তর।
আর কলব ও মানুষের একটি অভ্যন্তরীণ অঙ্গ। কাজেই মানুষ স্বীয় কর্মক্শতা প্রয়োগ করত। চেষ্টা ও সাধনার দ্বারা স্বীয় কলব অঙ্গের দ্বারা ঈমান অর্জন করিতে পারে। আর এইরূপ চেষ্টা ও সাধনার দ্বারা অর্জিত ঈমানই শরীআতে উত্তম ঈমান বলিয়া গণ্য । তাহা ছাড়া অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা সম্পাদিত যাবতীয় দ্বীনে শরীআতের কার্যাবলী ঈমানেরর শাখা প্রশাখা ।
ঈমানের মূল অন্তরের অন্তঃস্থলে প্রোথিত এবং উহার শাখা প্রশাখা সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের নেক আমালের দ্বারা সরস, সতেজ ও শ্যামল রাখিবার না যাহার মধ্যে আমালে সালেহার অসংখ্য শাখা প্রশাখা বিদীর্ণ থাকিবে এবং বিবিধ রংয়ের ইবাদতের ফূল-ফল প্রস্পুটিত হইবে।
শাহাদাতাইনের উপর আন্তরিক বিশ্বাস এবং মুখে স্বীকারোক্তি নিঃসন্দেহে ঈমানের প্রধান ও সর্বোত্তম আমল। কিন্তু ইহা ঐ সময় পর্যন্ত হাকীকত দ্বারা সম্পূর্ণতা লাভ করিবে না যতক্ষন না আমালে সালেহার সাক্ষ্য উহার সহিত উপস্থিত থাকবে।
নিচে সহীহ মুসলিম শরীফ ২য়-খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল হাদীস প্রকাশনী বইয়ের ধরণঃ সহীহ মুসলিম হাদিস সংকলনের গ্রন্থ বইয়ের সাইজঃ 11.3 MB প্রকাশ সালঃ ১৯৯৮ ইং বইয়ের সংকলনঃ ইমাম আবুল হুসায়ন মুসলিম বিন আল-হাজ্জাজ অনুবাদঃ মুহাম্মদ আবুল ফাতাহ ভূঞা
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ