সাওম ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে এই সাওম পালিত হয়ে থাকে। এই সাওম পালন একটি ইবাদত। তবে প্রশ্ন হলো, মানুষ সাওম থেকে কী উপকার লাভ করে? যে তা ছেড়ে দেয় সেইবা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়? তাহলে আল্লাহ কি স্বীয় বান্দাদেরকে কষ্ট দিতে ইচ্ছা করেন অথবা আল্লাহ কি আমাদের সাওমের মুখাপেক্ষী?।
এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, এবং তোমাদের সাওম তোমাদের জন্য কল্যাণকর। (সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৪)। আল্লাহ তাআলা একমাত্র নিখুঁতভাবে অবগত আছেন যে, কোন জিনিসে মানব জাতির কল্যাণ রয়েছে এবং কোন জিনিসে অকল্যাণ রয়েছে।
আরও দেখুনঃ সাওম বিশ্বকোষ pdf বই ডাউনলোড
কোন জিনিসে তার সুস্থতা রয়েছে এবং কোন জিনিসে রয়েছে তার অসুস্থতা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; সাওম ঢালস্বরূপ ঢাল যেমন যুদ্ধক্ষেত্রে যোদ্ধাকে সার্বিক আঘাত থেকে রক্ষা করে, সাওমও তেমনি সাওমদেরকে শারীরিক ও মানসিক ব্যাধি থেকে রক্ষা করে। অজ্ঞ শ্রেণীর অনেকেই ধারণা করে যে, সাওম রেখে সারাদিন উপবাস থাকলে শরীর অতিকায় ক্ষীণ ও জীবনীশক্তি দুর্বল হয়ে যায় ।
আধুনিক বিজ্ঞান কি বলে সাওম সম্পর্কে।
এবং বিভিন্ন রোয মানুষকে আক্রমণ করে। ঘন ঘন খাদ্য গ্রহণ করলে স্বাস্থ্য অটুট ও সবল থঅকার ধারণাও আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতে নিতান্ত ভুল ও অবান্তর বলে প্রমাণিত। মানবজীবনে খাদ্য ও পাণীয় বস্তু অত্যন্ত প্রয়োজনীয় । কেননা খাদ্য ও পানীয় শরীর গঠনের মূল বা প্রধান উপকরণ এবং বেচেঁ থাকাও উপাদান । মানুষ তার শরীর ও আত্মা নিয়ে গঠিত।
আরও দেখুনঃ কিতাবুস সাওম pdf বই ডাউনলোড
পৃথিবীর যে সকল উপাদান রয়েছে পানি, মাটিও হওয়া তার পরিমাণ দিয়ে মানুষের শরীর গঠিত। আল্লাহ তাআলা বলেন, আমরা তোমাদেরকে এ মাটি থেকেই সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই তোমাদেরকে উত্থিত করব। সূরা ত্বা-হা, আয়াত:- ৫৫ ) পক্ষান্তরে আমরা যে খাদ্য খাই তার মধ্যেও রয়েছে হাওয়া, পানিও মাটি।
বাতাসে পাওয়া যায় অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন-ডাই অক্সাসাইড। পানিতে রয়েছে অক্সিজেন ও হাইড্রোজেন এবং মাটিতে পাওয়া যায় লৌহ ধাতু, দস্তা, আয়োডিন, সোডিয়াম, পটাসিয়াম, মেগনেসিয়াম, ফসফরাস, সালফার ইত্যাদি। এই সমস্ত উপাদানের পরমানু সমন্বয়ে গঠিত হচ্ছে প্রোটিন,চর্বি ভিটামিন ইত্যাদি। মানুষের খাদ্য তার শরীর প্রধান দুইটি কাজ করে শরীরের প্রয়োজনীয় শক্তি যোগান দেয় এবং তাপমাত্রা রক্ষা করে ২ কোষের কার্যক্রম রক্ষা করে এবং কোষ বিভাজনে সহায়তা করে।
আরও দেখুনঃ সাওম যাকাত ঈদুল আযহা pdf বই
নিচে সাওম ও আধুনিক বিজ্ঞান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ রোজা বিষয়ক বইয়ের সাইজঃ 1.18 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ