সাওম যাকাত ঈদুল আযহা বিষয়ক প্রশ্নের উত্তর
সাওম যাকাত ঈদুল আযহা pdf বই ডাউনলোড। সাওম, যাকাত, ও ঈদুল আযহা মুসলিম জিন্দেগীর সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। এইগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেশ কিছু প্রশ্নের জওয়াব জানা থাকা অত্যাবশ্যক। আল্লামা মুহাম্মদ ইউসুফ লুধিয়ানাবী এবং মাওলানা মুহাম্মদ ইউসুফ ইসলাহী এইসব প্রশ্নের স্বচ্ছ জওয়াব বা উত্তর দিয়েছেন। এই জওয়াব বা উত্তর গুলো সকলেরই জানা থাকা প্রয়োজন ।
১. সুবহে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও যৌন ক্রিয়া থেকে বিরত থাকাকে ছাওম বা রোযা বলে।
২. প্রত্যেক বালেগ ও সুস্থ মস্তিষ্ক পুরুষ ও মহিলার রমাদান মাসে রোযা রাখা ফরজ।৩. ওজর ব্যতীত রোযা না রাখা কবীরা গুনাহ।
৪. রোযা রাখার ইচ্ছা করা বা সিদ্ধান্ত নেয়াকে রোযার নিয়ত বলে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সিয়াম ও ঈদ pdf বই ডাউনলোড
- সাওম ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
- সাওম বিশ্বকোষ pdf বই ডাউনলোড
- ঈদুল ফিতর ও যাকাতুল ফিতর pdf বই ডাউনলোড
- ইসলামের দৃষ্টিতে যাকাত pdf বই ডাউনলোড
৫. নিয়াত হচ্ছে রাতে এই ইচ্ছা করা যে, ‘আগামীকাল আমি রোযা রাখবো’ অথবা সকালে এই ইচ্ছা করা যে ‘আজ আমি রোযা রাখছি’।
৬. রোযার জন্য সাহরী খাওয়া উত্তম। কিন্তু রোযা শুদ্ধ হওয়ার জন্য সাহরী খাওয়া শর্ত নয়। কেউ যদি সাহরী খাওয়ার সুযোগ না পান তবুও তার রোযা হবে।
৭. কোন ব্যক্তি রমাদানের সফরে থাকলে ও রোযা রাখা কষ্টকর হলে রোযা না রাখে জায়েজ। পরবর্তী সময়ে রোযার কাযা আদায় করতে হবে।
৮. হায়েয ও নিফাস অবস্থায় মহিলাদের রোযা রাখা জায়েজ নেই। পরবর্তী সময়ে সেই রোযার কাযা আদায় করতে হবে।
এইবার আমরা যাকাত বিষয়ক কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, সকল উত্তর পেতে চাইলে বইটি ডাউনলোড করে নিবেন।
- ১. কারো কাঝে সাড়ে সাত ভরি সোনা কিংবা সাড়ে বায়ান্ন ভরি রূপা কিংবা সাড়ে বায়ান্ন ভরি রূপা সমমূল্যের নগদ টাকা বা ব্যবসার মাল থাকলে তাকে সাহিবে নিসাব বলে।
- ২. বছর পূর্ণ হলে, সাহিবে নিসাবের ওপর শতকরা আড়াই ভাগ হারে যাকাত আদায় করা ফরজ হয়।
নিচে সাওম যাকাত ঈদুল আযহা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ রোয, যাকাত ও কুরবানী নিয়ে কয়েক প্রশ্নের উত্তর বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ২০0৭ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ ইউসুফ লুধিয়ানাবী গং অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ