সীরাত বিশ্বকোষ ১ম খন্ড
সীরাত বিশ্বকোষ ১ম খন্ড pdf বই ডাউনলোড। হযরত রাসুলে কারীম স শেষ নবী । তাহার পর আর কোন নবী বা রাসূল আগমন করিবেন না। তাই অধঃপতিত ও পথভ্রষ্ট মানুষের সঠিক পথ প্রাপ্তির জন্য আম্বিয়া আলায়হিমুস -সালামের জীবন ও কর্ম তথা সঠিক জীবন-চরিত জানা একান্ত প্রয়োজন। আমাদের জানামতে বাংলা ভাষায় এ পর্যন্ত নবী রাসূলদের জীবন ও শিক্ষা সম্বলিত কোন প্রামান্য ও নির্ভরযোগ্য গ্রন্থ প্রকাশিত হয় নাই।
আরও দেখুনঃ সীরাত বিশ্বকোষ ৮ম খন্ড pdf বই ডাউনলোড
কুরআন হাদীস তাফসীর সীরাত ও প্রাচীন ইতিহাসের পাতায় সেগুলি ছড়াইয়া -ছিটাইয়া রহিয়াছে আরবী , উর্দূ ফারসী প্রভৃতি ভাষায়। সেগুলি সংগ্রহ করিয়া এবং তাহার উপর আরো গবেষণা চালাইয়া বিশ্বকোষের আঙ্গিকে সম্পূর্ণ মৌলিকভাবে নবী- রাসুল ও সাহাবীদের জীবন ও শিক্ষামালা সংরক্ষন ও জাতির সম্মুখে তুলিয়া ধরার এক মহতী উদ্যোগ গ্রহন করিয়াছে । সীরাত বিশ্বকোষ ১ম খন্ড ইহারই প্রথম ফসল ।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ ৬ষ্ঠ pdf বই ডাউনলোড
বিশ্বকোষ জ্ঞান জগতের এক গুরুত্বপূর্ণ ভান্ডার । ইংরেজী Encylopaedia-কে বাংলায় বিশ্বকোষ বলা হয় । ইহা গ্রীক শব্দ enkylios বৃত্তাকারে বা চক্রাকারে (paideia) শিক্ষা হইতে নির্গত । ইহার অর্থ বিদ্যা শিক্ষা চক্র বা পরিপূর্ণ জ্ঞান সংগ্রহ। আরবতীতে ইহাকে দাইরাতুল মাআরিফ অথবা আল-মাওসু আ বলা হয়। বিশ্বকোষ সাধারণত নিত্যপ্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে রচিত হয়, আবার জ্ঞানের বিশেষ কোন শাখার ব্যাপক বর্ণনা সম্বলিত গ্রন্থও বিশ্বকোষ নামে পরিচিত ।
এরিষ্টোটল স্বীয় শাগরিদদের ব্যবহাররের জন্য তাহার সময় পরিজাত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় তথ্যসমূহ বিষয় পরস্পরায় কতগুলো গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছিলেন। প্রাচীন রোমের খ্যাতনামা পন্ডিত মার্কাস টেরেন্টিয়াস ভ্যারো ()১১৬-২৭ খৃ. পূ.সাহিত্য অলংকার, গনিত ফলিত জ্যোতিষ শাস্ত্র, চিকিৎসা বিদ্যা, সংগীত বিদ্যা, স্থপতি বিদ্যা প্রভৃতি বিষয় সম্পর্কে Disciplinarum Liberia IX নামে বিশ্বকোষ রচনা করিয়াছিলেন। তিনি তাহার Imagines নামক গ্রন্থে গ্রীস ও রোমের সাত শত বিশেষ ব্যক্তির জীবনী সংকলন করিয়াছিলেন যাহা বিশ্বকোষ হিসাবে গন্য।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ ১২শ pdf বই ডাউনলোড
নিচে সীরাত বিশ্বকোষ ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইফাবা বইয়ের ধরণঃ ইসলামিক বিষয় বইয়ের সাইজঃ 16.9 MB প্রকাশ সালঃ ১৯৯৩ ইং বইয়ের লেখকঃ মাওঃ আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী-গং অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ