সুসঙ্গী বনাম কুসঙ্গী pdf বই ডাউনলোড। সকল প্রশংসা একমাত্র আল্লাহ্ তা’আলার জন্য যিনি আমাদেরকে নিখাদ তাওহীদের দিশা এবং সুন্নাত ও বিদ’আতের পার্থক্যজ্ঞান দিয়েছেন। অসংখ্য সালাত ও সালাম তাঁর জন্য যিনি আমাদেরকে তা- কিয়ামত সফল জীবন অতিবাহনের পথ বাতলিয়েছেন। তাঁর পরিবারবর্গ ও সাহাবাগণের প্রতিও রইলো অসংখ্য সালাম ।
প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্রবাদটি একেবারেই সত্য। কারণ, আপনার নেককার বন্ধু আপনাকে সর্বদা সৎ কাজে উৎসাহিত এবং তা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে। তাকে দেখলে আল্লাহ্ তা’আলার কথা স্মরণ হবে। সে আপনার যে কোন দোষ ধরিয়ে দিয়ে তা থেকে নিষ্কৃতির পথ আপনাকে বাতিয়ে দিবে। তার সাথে চললে অন্তত আপনার অন্তর থেকে গুনাহ্’র অদম্য স্পৃহা দূর হয়ে যাবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
ঠিক এরই বিপরীতে আপনি কোন বদ্কারের সাথে চললে সে আপনাকে সর্বদা গুনাহ্’র দিকে ধাবিত করবে। গুনাহ্’র কাজে প্রতিনিয়ত আপনাকে উৎসাহিত করবে। তাকে দেখলে আপনার গুনাহ্’র কথা স্মরণ হবে। আপনার দোষগুলো সে ধরিয়ে না দিয়ে বরং তা আপনার সামনে আরো সুন্দর করে তুলে ধরবে। এমনিভাবে একদা আপনি ছোট পাপী থেকে আরো বড় পাপীতে রূপান্তরিত হবেন। তাই সৎ সঙ্গ ও অসৎ সঙ্গের সমূহ উপকারিতা ও অপকারিতা সঠিকভাবে অনুধাবন করা আমাদের সকলের জন্য একেবারেই অত্যাবশ্যক।
আমাদের সকলকে বিশেষ করে একজন যুবক ও যুবতীকে এ কথা সর্বদা স্মরণ রাখতে হবে যে, আমাদের জীবনের সাথী ও বন্ধু যেন আমাদের সহজাত ভালোবাসা, মেযাজ ও রুচির ভিত্তিতে না হয় । বরং তা যেন হয় একমাত্র ইসলামী শরীয়াহ্’র মানদণ্ডের ভিত্তিতে।
কারণ, আমরা দেখতে পাই যে, একজন মানুষ অনেক সময় নিজ প্রিয় খাদ্য- পানীয় কিংবা কোন স্বভাবগত কাজের প্রবল ইচ্ছা অতি সহজেই দমন করে ফেলে একমাত্র নিজ দূর ও অদূর ভবিষ্যতের খারাপ পরিণতির কথা চিন্তা করে ।তাই আমাদেরকেও পরকালের সমূহ শাস্তির কথা মনে রেখে শরীয়ত বিরোধী সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলেই আমরা একদা পরকালের জীবনে সফল হতে পারবো ।
অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে, এ পুস্তিকাটিতে রাসূল সম্পর্কীয় যতগুলো হাদীস উল্লিখিত হয়েছে সাধ্যমত সেগুলোর বিশুদ্ধতার প্রতি সযত্ন দায়িত্বশীল দৃষ্টি রাখা হয়েছে। এ ব্যাপারে নিদেনপক্ষে সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত হাদীস বিশারদ ‘আল্লামাহ্ নাসিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ্) এর হাদীস শুদ্ধাশুদ্ধনির্ণয়ন নীতি গ্রহণ করা হয়েছে।
নিচে সুসঙ্গী বনাম কুসঙ্গী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 11 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | আব্দুল আজিজ আল মাদানী |
বইয়ের অনুবাদকঃ |