স্বস্তির বাতিঘর pdf বই ডাউনলোড। “বল, আমার সালাত, আমার কুরবানী (সর্বপ্রকার ইবাদাত) আমার জীবন ও আমার মৃত্যু সবকিছু সারা জাহানের রব আল্লাহরই জন্য। তাঁর কোনো শরীক নেই। আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে এবং সর্বপ্রথম আনুগত্যের মাথা অবনতকারী আমি নিজে।’ (সূরা আন’আম : ১৬২-১৬৩ )
১. বিশ্বনেতা মুহাম্মদ (সা.) রবিউল আউয়াল মাস, এই মাসের ১২ তারিখ মতান্তরে ৯ তারিখে সোমবার । ‘বিশ্বনেতা’ মুহাম্মাদ (সা.)-এর শুভাগমন। কাউকে বিশ্বনেতা বললেই তিনি বিশ্বনেতা হয়ে যান না। তার মধ্যে বিশ্বনেতা হওয়ার গুণাবলি আছে কি না তার অনুসন্ধান প্রয়োজন ।
বিশ্বনেতা অর্থ: সরল বাংলায় এর অর্থ দুনিয়ার সরদার ।
হিন্দী ভাষায়: জগৎ গুরু। ইংরেজীতে : Leder of the world
হয়রত মুহাম্মদ সম্পর্কে এই উপাধি একেবারে বাস্তব সত্য। এতটুকু অতিরঞ্জিত করা হয়নি। বিশ্বনেতার মধ্যে চারটি শর্ত থাকতে হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
১. তিনি কোনো বিশেষ জাতি, বর্ণ বা শ্রেণীর কল্যাণের জন্য কাজ করবেন না; বরং সারা দুনিয়ার জন্য কাজ করবেন ।
২. তাঁর দেওয়া আদর্শ ও মূলনীতিসমূহ যেন সারা দুনিয়ার মানুষের জন্য পথ প্রদর্শক হয় এবং মানব জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান যেন এর মধ্যে থাকে ।
৩. তাঁর পথনির্দেশনা যেন কোনো বিশেষ সময় বা কালের গণ্ডিতে আবদ্ধ না থাকে। সকল অবস্থায় সকল যুগে তার উপযোগিতা ও সার্থকতা যেন একই
রকম থাকে।
৪. তিনি যেন নিজের দেওয়া আদর্শকে বাস্তব জীবনে কার্যকর করে দেখিয়ে দেন । এখন দেখা যাক, হযরত মুহাম্মদ (সা.)-এর মধ্যে যাকে আমরা বিশ্বনেতা বলে দাবি করি তার মধ্যে এই চারটি শর্ত কী পরিমাণ আছে?
স্বস্তির বাতিঘর
5·প্রথম শর্ত: তিনি কোনো বিশেষ জাতি, বর্ণ বা শ্রেণীর কল্যাণের জন্য নয়; বরং সারা দুনিয়ার কল্যাণের জন্য কাজ করবেন।
নেতা মানে দিশারী বা পথ প্রদর্শক। তাঁর জীবনী পড়লে স্বল্প শিক্ষিত একটি বালক পর্যন্ত বুঝতে পারবে তিনি জাতি, বর্ণ বা শ্রেণী গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন না। তাঁর উদাত্ত আহ্বান বিশ্বের প্রতিটি মানুষের জন্য। প্রতিটি ইতর প্রাণীর স্বার্থ রক্ষার প্রতিও তাঁর ছিল তীক্ষ্ণ দৃষ্টি । তাঁর কাছে সাদা-কালো, ধনী-গরিব, বাদশা-ফকির, আর্য-অনার্য, আরব-অনারব, প্রাচ্য-পাশ্চাত্য কোনো ভেদাভেদ ছিল না।
তাঁর শিক্ষা তাঁর কল্যাণ কামনা ছিল বিশ্বজনীন। তাই তো তাঁর জীবিত কালেই তাঁর সহকর্মীদের মধ্যে দেখতে পাই আরবী, হাবশী, রোমক, ইরানি, মিশরি ও ইসরাইলিদের সহাবস্থান । আল কুরআনে উল্লেখিত নবীদের দেখতে পাই বিভিন্ন জাতির সংশোধনের জন্য তারা কাজ করেছেন। যেমন- মূসা (আ.) বনী ইসরাইল জাতির নবী । তেমনি হযরত মুহাম্মদ (সা.) ব্যতীত প্রায় প্রত্যেক নবীই যার যার জাতির জন্য আবির্ভূত হয়েছেন।
নিচে স্বস্তির বাতিঘর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.12 MB |
প্রকাশ সাল | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | মাসুদা সুলতানা রুমি |
বইয়ের অনুবাদকঃ |