হযরত ফাতেমা যোহরা pdf বই ডাউনলোড। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বকনিষ্ঠা কন্যা। তারঁ মর্যাদা ও গুণের পরিচায়ক তারঁ পবিত্র নাম বা উপাধি। যথাক্রমে হযরত ফাতেমা, যোহরা,তাহেরা, যাকিয়া, বতূল প্রভৃতি তারঁ বিশেষ বিশেষ গুণ প্রকাশক উপাধি।
আরবী ফতম শব্দটির অর্থ পার্থক্য করা। সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় বা সত্য রক্ষা করাই হচ্ছে এর অন্তর্নিহিত অর্থ। তিনি যাকে ভালোবাসেন বা যিনি তাকেঁ ভালোবাসেন তিনি জাহান্নামের ভয়ানক আযাব হতে রক্ষা পাবেন।
যহরত শব্দটির প্রকৃত অর্থ সৌন্দর্যময়; উজ্বল। নানা সদগুণে বিভুষিতা ছিলেন বলে তারঁ অন্যতম উপাধি যোহরা। তুহর থেকে তাহেরা নামে উৎপত্তি। তুহর অর্থ পবিত্র।
আর ইসলামিক বই দেখুনঃ
- বিয়ে আবেগও বাস্তবতা pdf বই ডাউনলোড
- অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
- হাদীসের আলোকে আদর্শ স্বামী pdf বই ডাউনলোড
- আল হিসনুল ওয়াকি pdf বই ডাউনলোড
- আন নওয়াবির চল্লিশ হাদিস pdf বই ডাউনলোড
এমনি সব বিশেষ গুণের পরিচায়ক ছিলো তারঁ নামে। দুনিয়ার রমনীকুলেল তিনি আদর্শস্থানীয়া, পরকালে জান্নাতের নারীদের ওপরও থাকবে তারঁ প্রভাব। তিনি হবেন তাদেঁর মুকুটমনি বা মধ্যমণি। শৈশব থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মধ্যে দেখা যায় ধৈর্যর লক্ষণ। সরল প্রকৃতি ও সুবিবেচনার জন্যও তিনি বিশেষভাবে স্মরণীয়া। মেয়েদের প্রকৃতি সাধারণত চঞ্চল এবং খেলাধূলায় প্রতি আকৃষ্ট; কিন্তু মা খাতুনে জান্নাতের প্রকৃতি সে রকম ছিলো না। তিনি কোনো ক্রীড়া-কৌতুক দেখার জন্য কোনো জায়গায় যেতেন না, বরং মায়ের কাছে চুপচাপ বসে থাকতেন।
তার এ সরল এবং সংসার নির্লিপ্ত ভাব নবীজীর বড়ই ভালো লাগতো। তারঁ এ মেয়েটি যে ভবিষ্যতে অন্য প্রকৃতির হবেন, তা তিনি বেশ বুঝেছিলেন। বতূলেল প্রকৃত অর্থ সংসার নির্লিপ্ত। নবীজির সুন্দর আকৃতি ও আচরণের এক নিখুঁত প্রতিচ্ছবি ছিলেন নবী-দুহিতা হযরত ফাতেমা যোহরা।
হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পাচঁ বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। ঐ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স ছিলো ৩৫ বছর এবং সে সময় কাবা মসজিদ পুননির্মিত হয়। হযরত রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যখন মদীনায় গম করেন তখন পর্যন্ত ফাতেমা ছিলেন অবিবাহিতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বিশিষ্ট সাহাবীগণ নবী দুলালীর পানি প্রার্থী হয়েছিলেন। কিন্তু আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লার হুকুমের অপেক্ষায় ছিলেন। আল্লাহর হুকুম ছাড়া একটা নিঃশ্বাস গ্রহণও যে তারঁ জন্য সম্ভবপর ছিলো না।
নিচে হযরত ফাতেমা যোহরা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী ঢাকা |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.56 MB |
প্রকাশ সালঃ | ১৯৮০ |
বইয়ের লেখকঃ | কাজী আবুল হোসেন |
অনুবাদঃ |