হালাল কামাই pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা বলেন অর্থাৎ; তোমরা অন্যায়ভাবে অবৈধ পন্থায় একে অপরের ধন-সম্পদ গ্রাস করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে বুঝে বাতিল পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্য শাসকদের হাতে তুলে দিও না। (বাকারা-১৮৮)।
মুআমালা যথাযথ হওয়া এটা পুরুষের জন্যও কর্তব্য, মহিলার জন্যও অর্থাৎ রিযিক ও সব রকম লেনদেন হালাল হওয়া। যত কেনা-কাটা, ব্যবসা-বাণিজ্য যা আছে সব মুআমালেল মধ্যে দাখিল। এক কথায় আমরা বলি, হালাল রিযিক। এই হালাল রিযিকের ব্যাপারে তৎপর ও সাবধান হওয়া স্বামীর যেমন জরুরী, স্ত্রীরও তেমন জরুরী। এটা বলতে পারবে না যে, স্বামী কোত্থেকে আনে, সেটা আমি কি বলতে পারি?।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ব্যবসা বাণিজ্য করণীয় ও বর্জনীয় pdf বই ডাউনলোড
- আইনুল হক কাসিমীর লেখা pdf বই ডাউনলোড
- আইনুল হক কাসিমীর লেখা pdf বই ডাউনলোড
- স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড
- হালাল বিনোদন pdf বই ডাউনলোড
এমনও হতে পারে যে, স্বামী মাসআলাই জানে না বা স্ত্রীকে এমন টাকা দিয়েছে, যা তার জন্য হালাল নয়। দরকার হয় তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে। কারণ, সে হালাল তরীকায় উপার্জন করছে, না হারাম তরীকায়, তার তাহকীক প্রয়োজন। কোন হারাম নিযিক দ্বারা যে রক্ত – গোশত হবে, এই রক্ত-গোশত জান্নাতে প্রবেশ করতে পারবে না।
কাজেই স্বামীর রিযিক যাতে হালাল আসে, এই দিকে স্ত্রীর খেয়াল রাখতে হবে এবং স্বামীকে বলে দিব, খবরদার! আপনি কখনো হারাম রিযিকের দিকে যাবেন না। আমরা যেভাবেই হোক জাউ রুটি খেয়ে থাকতে রাজী আছি ছেড়াঁ ফাটাঁ কাপড় পরে থাকতে রাজী আছি, কিন্তু হারাম ভাবে পয়সা এনে আমাদেরকে পোছপাছে রাখার প্রয়োজন নেই। অনেক মা-বোন বোঝে না। তারা স্বামীকে এত বাধ্য করে, এত চাপ সৃষ্টি করে যে, অবশেষে স্বামী নিরুপায় হয়ে হারাম ভাবে টাকা জোগাড়ের পন্থা খোজেঁ।
যখন সে দেখে হালাল রিযিক দ্বারা জিবন বাসনা পূরণ করা যাচ্ছে না তখন সে নাজায়েয তরীকায় পয়সা কামানো শুরু করে। খবরদার! এটা একটা হক। স্ত্রীর যে সকল হক বা কর্তব্য আছে স্বামীর ব্যাপারে, তা ইসলামী বিবাহ কিতাবে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে এটাও একটা যে, স্বামীর প্রতি চাপ সৃষ্টি করা কোন স্ত্রীর জন্য জায়েয নেই। স্বামীর কোন মাল তার অনুমতি ছাড়া ব্যয় করাও স্ত্রীর জন্য জায়েয নেই।
এভাবে রিযিক যেন হাল্লাহ থাকে তার প্রতি বেশি খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে স্বামীকেও সহযোগিতা করতে হবে- যাতে সে আখিরাতকে বরবাদ করে দুনিয়ার আয়েশের দিকে না যায়। আমাদের পরিবেশ আমাদের সমাজ আজ এতটাই খারাপ হয়েছে যে পানি না খেলে যেমন জিবন বাচেঁ না ঠিক তেমনই হারাম উপার্জন না করলে যেন জীবনই চলে না। তাই নিয়ে আজ আলোচনা এই বইটি।
নিচে হালাল কামাই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হালাল উপার্জন বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.09 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুফতী মনসূরূল হক |
অনুবাদঃ |