মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী pdf বই ডাউনলোড। এই শতাব্দীর গোড়ার দিকে যে কজন মুসলিম জ্ঞান-তাপস ধর্মজ্ঞানের সঙ্গে কর্মজ্ঞানের, পান্ডিত্যের সঙ্গে সহজাত বুদ্ধির, নবীনের সঙ্গে প্রাচীনের সমন্বয় সাধনে ব্রতী হয়েছিলেন ক্ষুরধার লেখক, নির্ভীক সাংবাদিক, অসাধারণ বাগ্মী, দক্ষ রাজনীতিকে ও ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল কোরায়শী ছিলেন তাদেরঁ অন্যতম।
ইসলামী আদর্শে দৃঢ়বিশ্বাসী এই ক্ষণজন্মা মনীষী ছিলেন পাশ্চাত্য সাহিত্য, দর্শন ও ইতিহাসের একজন সুপন্ডিত ব্যক্তি।তিনি তারঁ সমুদয় কর্মের দ্বারা বাঙালী মুসলমান সমাজকে স্থবিরতার মধ্যে থেকে তুলে এনে প্রাণের সংযোগ ঘটিয়েছিলেন।
আরও দেখুনঃ মাওলানা আব্দুল্লাহেল কাফী আল কোরায়শী pdf ডাউনলোড
আব্দুল্লাহেল কাফীর জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার টুব গ্রামের নামাতুলালয়ে ১৯০০ সালে। এই বংসর ঠিক কোন মাসে এবং কোন তারিখে জন্মেছিলেন- তা সঠিক জানা যায় নি। তারঁ পিতৃপুরুষের আদি নিবাস ছিল চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামে। আব্দুল্লাহেল কাফীর পিতার নাম সৈয়দ আব্দুল হাদী এবং পিতামহ ও প্রপিতামহের নাম যথাক্রমে সৈয়দ আব্দুল হাদী এবং পিতামহ ও প্রপিতামহের নাম যথাক্রমে সৈয়দ রাহাত আলী এবং সৈয়দ বাকের আলী।
তিনি কে ছিলেন কোন বংশের।
এদেরঁ পূর্বপুরুষ ছিলেন পারস্যের তুস নগরীর অধিবাসী। সৈয়দ আদম নামক একব্যক্তি পারস্য থেকে হায়দারবাদে নিবাস স্থাপন করে মুঘল সম্রাট। আকবরের সেনাবাহিনীতে চাকুরী গ্রহণ করেন। অতঃপর সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ১৬০২ সালে ইসলাম খান বাংলার গর্ভণর নিযুক্ত হলে তারঁ অন্যতম সেনাপতি হিসেবে চট্টগ্রামে আসেন এবং মগ দস্যুদের দমনের কাজে সর্বতোভাবে আত্মনিয়োগ করেন।
আরও দেখুনঃ শেখ সা‘দী pdf বই ডাউনলোড
এই চট্টগ্রামের সুলতানপুরে তিনি জীবনের শেষ দিনগুলি কাটান। বড় আদমলশকর নামে প্রসিদ্ধ সৈয়দ আদমের মাযার এখনও সেখানে আছে। সৈয়দ আদমের তিনপুত্র-সৈয়দ নসরত আলী, সৈয়দ ফরহাদ আলী এবং মুহাম্মদ রিজা আলী। নসরত আলী, ১১ বৎসর বয়সেই মৃত্যুবরণ করেন এবং ফরহাদ আলী পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে আরাকানে পলায়ন করেন।
তৃতীয় পুত্র সৈয়দ রিজা আলী ইসলাম খানের কন্যার সঙ্গে পরিণয় সুত্রে আবদ্ধ হন। উল্লেখ্য যে, ইসলাম খঅনের কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে সম্পর্কিত হবার পর কিছুকাল খান উপাধি নিজ নামের পাশে উপাধি হিসিবে ব্যবহার করেছিলেন। সৈয়দ রিজা খানের পঞ্চম পুত্রের অন্যতম ছিলেন সৈয়দ রাহাত আলী। এই সৈয়দ রাহাত আলীই আব্দুল্লাহেল কাফীর পিতামহ এবং সৈয়দ আব্দুল হাদীর পিতা।
আরও দেখুনঃ শহীদ তিতুমীর pdf বই ডাউনলোড
নিচে মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বাংলা একাডেমী |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.97 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাইফুদ্দীন চৌধুরী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।….!! সম্পূর্ণ বইটি পড়তে ডাউনলোড করতে পারেন। উপরে দেওয়া লিংক ক্লিক করে।