অখন্ড পাকিস্তানের শেষ দিনগুলি
অখন্ড পাকিস্তানের শেষ দিনগুলি pdf বই ডাউনলোড। কেন পাকিস্তান একটি জাতীয় সত্বা অর্জনে ব্যর্থ হল? আর কেনইবা পাকিস্তান একটি স্থিতিশীল রাজনৈতিক পদ্ধতি গড়তে বিফল হল যাতে পূর্ব ও পশ্চিম -পাকিস্তান এ উভয় অংশ সমান অংশীদার হিসেবে বসবাস করতে পারতো ? পাকিস্তান কি সত্যিই ভাষার, আবহাওয়ার এবং জীবনযাত্রার এক অবন্ধনযোগ্য বিভাগ ছিল? এবং এটাই কি সত্য যে (১৯৭১ সালে) ।
পাকিস্তানের দুইট রাষ্ট্র বিভক্তি-এ ধারণারই বিলম্বিত স্বৃীকৃতি যে একটা ছিল এক অবাস্তব রাষ্ট্র-যার দুই অংশ হাজার মাইল ব্যবধানে অবস্থিত? পাকিস্তানে জাতীয়বাদের উদ্ভবে নিঃসন্দেহে ভাষা, জাতিসত্বা।
আরও দেখুনঃ অকাট্যতা pdf বই ডাউনলোড
সংস্কৃতির বিভিন্নতা এবং সর্বোপরি ভৌগলিক বিচ্ছিন্নতা দ্বারা জটিলতা সৃষ্টি হয়েছিল। কিন্তু তৃতীয় বিশ্বের অনেক দেশেই আঞ্চলিক, জাতিগত ও ভাষাগত চরম বৈষম্য ও প্রকট উত্তেজনা বিরাজ করছে। ফেডারেল পদ্ধতি বহু নব্য-স্বাধীন আফ্রো-এশীয় দেশেই বিচিত্র জাতিসত্বাগত, সাংস্কৃতির, ধর্মীয় ভাষাগত এবং গোষ্ঠীগত সমস্যা সমাধানে সফল প্রমাণিত হয়েছে।
কিন্তু পাকিস্তান ফেডারেশন অনুরূপ সাফল্য অর্জনে ব্যর্থ হল কেন? দেশের দুই অংশের ভৌগলিক বিচ্ছিন্তা নিঃসন্দেহে এর বিকাশমান জাতীয়তাবাদের পক্ষে বিরাট হুমকি ছিল। কিন্তু উপগ্রহ-যোগাযোগ ব্যবস্থা ও জেটবিমানের এই আধুনিক যুগে এই ভৌগলিক দুরত্ব অনতিক্রম্য কিছু ছিলনা।
আরও দেখুনঃ ১০টি ইসলাম ধ্বংসকারী বিষয় pdf বই ডাউনলোড
এটা প্রায়শঃই বলা হত যে, পূর্ব ও পশ্চিম-পাকিস্তানের মাঝে কেবলমাত্র ধর্ম ছাড়া আর কিছুরই বন্ধন ছিল না। যদি সেটাই পাকিস্তান ভেঙ্গে যাওয়ার একমাত্র যুক্তি হত তাহরে এটা স্বতঃই প্রশ্ন জাগে যে, এমন কি সাধারণ অভিন্নতা পশ্চিম-বাংলার বাংগালী ও মাদ্রজীদের।
একই ভারত ইউনিয়নে একসঙ্গে বসবাস অভিন্নতা পশ্চিম-বাংলার বাংগালী ও মাদ্রজীদের একই ভারত ইউনিয়নে একসঙ্গে বসবাস সম্ভবপর করে তুলেছে?১৯৭১ সালে পাকিস্তানের বিভক্তি এবং বাংলাদেশের অভ্যূদয়ের বিষাদময়।
আরও দেখুনঃ বৈশাখ ও নারীর বস্ত্রহরণ pdf বই ডাউনলোড
নিচে অখন্ড পাকিস্তানের শেষ দিনগুলি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হক কথা প্রকাশনী বইয়ের ধরণঃ বাংলা সাহিত্য বইয়ের সাইজঃ 7.70 MB প্রকাশ সালঃ ১৯৯১ ইং বইয়ের লেখকঃ জি ডব্লিউ,চৌধুরী অনুবাদঃ সিদ্দীক সালামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ