অকাট্যতা
অকাট্যতা pdf বই ডাউনলোড।যাই হোক, তুমি যতই বুদ্ধিমান হও না কেন- আমার এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাকে এখনও পর্যন্ত কেউ দিতে পারে নি। তুমিও দিতে পারবে না। আর যারা দিয়েছে তারা আমাকে সন্তষ্ট করতে পারে নি। আমার প্রশ্নগুলোর অকাট্য উত্তর কেউ দিতে পারলে আমি আস্তিক হয়ে যেতাম। তোমাকে বলি শোন….“
দাড়াঁও দাড়াঁও.. এত তাড়াহুড়ো কীসের? আমি তো এসেছি কেবল মেহমানের সাথে দেখা করতে- আরমানের চাচাত ভাই বলে কথা। চল, চল, কথা যদি বলতেই হয়, চা খেতে খেতে বলা যাবে।
আরও দেখুনঃ ১০টি ইসলাম ধ্বংসকারী বিষয় pdf বই ডাউনলোড
আরমান আরও ওর ভাই দুইজনেই বিরক্ত হল। যেন ওরা একদমই ধরে নিয়েছিল যে আমি এসব নাস্তিকতা নিয়েই কথা বলতে এসেছি। দুজনের মুখ দেখেই মজা পেলাম। আরমান রেগেছে কারণ ও ওর আসলে তর সইছে না। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমিই শুরু করলাম, তুমি বলছ তোমার এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর কেউ দিতে পারে নাই;।
মুসলিমদের পক্ষ থেকে the Absolute Answer।
আর তোমার ধারণা আমিও দিতে পারব না. তাই তো? মানে The Absolute Question বা Questions, ঠিক? হ্যাঁ, আমি তাহলে শুরু করি তোমার প্রশ্ন আমার শোনা লাগবে না! সেটা তাকদীর বা ভাগ্য নিয়ে নাকি পাথুর নিয়ে আমার তা জানা লাগবে না। শুধু শুনে যাও। মুসলিমদের পক্ষ থেকে the Absolute Answer বা অকট্য উত্তরে বৈশিষ্ট্যই এমন.।
আরও দেখুনঃ বৈশাখ ও নারীর বস্ত্রহরণ pdf বই ডাউনলোড
প্রশ্নই শোণার প্রয়োজন নেই। মানুষকে মাঝে মাঝে অবাক হতে সময় দিতে হয়, তানাহলে পরবর্তী ঘটনা বা কথায় মনোযোগ কমে যাবার আশাংকা থাকে। তাই একটু থেমে আবার বলতে শুরু করলাম। শুনে রাখ, আমরা আল্লাহ সুবহানাহুর ওপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছি তাকেঁ না দেখেই । কোনও প্রমাণ ছাড়াই।
আল্লাহ রব্বুল আলামীন কুরআনের শুরুতেই সূরা বাকারাহের ২য় ও ৩য় আয়াতে বলেছেন তারঁ কিতাব তাদেরই পথপ্রদর্শক যারা অদেখা বিষয়ে বিশ্বাস স্থাপন করে; এর তাৎপর্য হল এই যে, কিছু মানুষ কখনোই বিশ্বাস করবে না। এমনকি তাদেরকে চাদঁ দ্বিখন্ডিত করে দেখালেও তারা বলবে যে সেটা যাদু ছিল.. হেন ছিল. তেন ছিল.. কিন্তু বিশ্বাস স্থাপন করবে না।
আরও দেখুনঃ মীর সালমানের স্ট্যাটাস সমগ্র pdf বই ডাউনলোড
নিচে অকাট্যতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.22 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ