অগ্নিবীণা ইসলামিক ভার্সন
অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড। কাজি নজরুলের অগ্নিবীনা গ্রন্থে বাহ্যিক দৃষ্টিতে কিছু কবিতা ইসলামী কবিতা বলে মনে হয়। আমরা সেগুলো এখানে একত্র করেছি। যদিও কবিতাগুলো কোনোটাই পিউর ইসলামী কবিতা নয়।
ভ্রান্ত আকিদান প্রভাব, বেপরোয়া শব্দ উপস্থাপন ইত্যাদি কারণে প্রতিটা কবিতার মাঝে কিছু তাত্ত্বিক ভুল ক্রুটি রয়ে গেছে, যদিও সাহিত্যমান বিবেচনায় অনেক উচুমানের কবিতা। কিন্তু মুসলিম পাঠকদের জন্য এটা বলে রাখা জরূরী মনে করছি অগ্নিবীনার যেসব কবিতা বাহ্যিক দৃষ্টিতে ইসলামী কবিতা বলে মনে হয়।
আরও দেখুনঃ খারেজী করা pdf বই ডাউনলোড
সেগুলো এখানে একত্র করলেও আকিদাগত এবং অন্যান্য ক্রুটিগুলোর কথা মাথায় রেখে পড়বেন। আরেকটি কথা বলে রাখা ভালো, উক্ত গ্রন্থের রণ-ভেরী কবিতায় গ্রীস-তুর্ক যুদ্ধের কথা বলতে গিয়ে মুরতাদ কামাল পাশার নাম দেখতে পাওয়া যায়।
এতে অনেকে বিভ্রান্ত হতে পারেন, তাই বলে রাখছি তখন পর্যন্ত মুরতাদ কামাল পাশা প্রকাশ্য মুরতাদ হন নি। তাই তখন তাকে অটোমান- সেবক, ইসলামের সেবক বলে মনে করা হতো। পরবর্তী কালে কামাল মুরতাদ হয়ে ক্ষান্ত হয়নি, বরং ইসলামের রচমতম দুশমনে পরিণত হয়।
আরও দেখুনঃ হারাম গনতন্ত্র pdf বই ডাউনলোড
ইসলামকে ধ্বংস করতে, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে সব রকম পদক্ষেপ গ্রহণ করে। কামাল আগে যত বড় সেবক হোন না কেন, ইসলাম ত্যাগের পর কামালকে মুরতাদ হিসেবে দেখা উচিৎ । ইসলাম সম্পর্কে বেসিক নলেজ না থাকলে শুধু কাজি নজরুলের বই না, যে কোনো বই পড়েই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।চারদিকে নিস্তব্ধ নির্বাক। সেই মৌনা নিশীথিনীকে ব্যথা দিতেছিল শুধু কাফ্রি-সান্ত্রীর পায়চারির বিশ্রী খটখট শব্দ।
ঐ জিন্দানখানায় মহাবাহু আলোয়ারের জাতীয় -সৈন্যদলের সহকারী এক তরুন সেনানী বন্দী । তাহার কুঞ্ছিত দীর্ঘ কেশ, ডাগর চোখ, সুন্দর গঠন সমস্ত কিছুতে যেন একটা ব্যাথিত-বিদ্রোহের তিক্ত ক্রন্দন ছলছল করিতেছিল। তরুণ প্রদীপ্ত মুখমন্ডলে চিন্তার রেখাপাতে তাহাকে তাহার বয়স অপেক্ষা অনেকটা বেশি বয়স্ক বোধ হইতেছিল।
আরও দেখুনঃ সন্তান জন্মের পর করনীয় pdf বই ডাউনলোড
নিচে অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.65 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ কাজী নজরুল ইসলাম (কবি) অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ