অনবরত বৃক্ষের গান pdf বই ডাউনলোড। বোরকাধারয়িতা ও দারুবৃক্ষের স্তোত্র :- দারুবৃক্ষের মত রুচিশীল বৃক্ষ আমি আর দেখিনা আমি আর দেখিনা এমন বিনয়ী বৃক্ষ
এমন বিনীত হরিৎ এই গাঙ্গেয় অঞ্চলে
সবুজ সাম্রাজ্যের ভেতরে এই এক অহিংস প্রতিবেশী, এই এক কোমল সভ্য না জংগল না প্রান্তরের এক নিভৃততর তাপস অথবা নিসর্গনিবিড় দীর্ঘদেহী কবিতার কোনো প্রহরী যেন।
আরও দেখুনঃ গান ও বাদ্যযন্ত্র ইসলামী দৃষ্টিকোন
একক অথবা এই সম্ভূয় আপাদমস্তক আচ্ছাদিত সমূহতরুবর আমরণ ঢেকে রাখলো সমস্ত শরীর হাত ও হাতের আংগুল ও ডুবিয়ে রাখলো পল্লবিত বোরকায় আবার কখনো এই বৃক্ষ এক সবুজাভ এবং সমুদ্ভূত প্রপাত যেন সাভারের মিনারের মত উঠে গেছে আকাশের দিকে সম্ভ্রান্ত দৃশ্যাবলী- দারুবৃক্ষের মত আমার আর চোখে পড়ে না শেষাবধি তার সমগ্র দোলাদোল অখন্ডিত তার স্বাভাবিক নির্ভরতার মধ্যে আছে প্রশংসিত গৌরব তার সহাবস্থানের ভেতরে দেখি অবগুণ্ঠিত সৌজন্যের মাধুর্য । এবং এক পর্বতের উপমার মত অনিবার্য মর্যাদা তাহলে একটি পূর্ণাংগ দারুবৃক্ষ কি একটি পরিমার্জিত পাহাড়ের সৌসাদৃশ্য অথবা এক বোরকাধারয়িতা ললনার পবিত্রতম প্রতিচ্ছবি
মতিউর রহমানের আরেকটি সুন্দর কবিতার বই।
হেমন্ত দিন:- শুভ্র মেঘের নীল দেয়ালে হেমন্ত দিন: হেমন্ত দিন রঙিন পালক তুলিল মত রং একেঁ যায়; হেমন্ত দিন দশ কোটি গান নীল দেয়ালে- নীল দেয়ালের কানায় কানায় উপচে পড়ে হেমন্ত দিন কাশবনেরা বকের পাখায় উড়াল দিলো এবং বকের ডানায় ডানায় মিষ্টি রোদের মধ্যে দিয়ে হেমন্ত দিন রূপসা-নদী-বোরের-নদী-দড়াটানা অথবা সেই পূর্ণিমা চাদঁ শিরীর মতন; ঠিক এভাবে রূপসী এক জন্মভূমি বাংলা আমার বিলের মধ্যে টল-টলে -খাল-মোন পানি; মৌন পানির চুড়ির ভেতর ডানকানারা।
আরও দেখুনঃ লাল সাগরের ঢেউ pdf বই ডাউনলোড
মৌন পানির গভীর থেকে কই-মাগুরের একটা দুটো তবলার আওয়াজ, একটা-দুটো বটের পাতার, বাশের পাতার আমের পাতার টাপর টুপর- এবং শিউলি-হেমন্ত দিন শান্ত চোখেম গভীর চোখে, নরম ছায়ায় কবির দুচোখ……। অনেক সুন্দর একটি বই যদি পড়তে চান তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে।
বৃক্ষ কাটার শব্দ:- হঠাৎ একটানা তারপর থেমে-থেমে কোথাও কেউ যেন বৃক্ষ কেটে যাচ্ছে এবং বৃক্ষ কাটার ধ্বনি প্রতিধ্বনি একদা অনেকগুলো কাকের তারস্বরের মধ্যে দিয়ে গাড়ীর শব্দের সংগে মিশে যায় আমার ভেতরেও কেউ যেন অনবরত বৃক্ষ কেটে যাচ্ছে
আরও দেখুনঃ চিত্রল প্রজাপতি pdf বই ডাউনলোড
নিচে অনবরত বৃক্ষের গান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বিপরীত উচ্চারন বইয়ের ধরণঃ কবিতা বিষয়ক বইয়ের সাইজঃ 3.06 MB প্রকাশ সালঃ ২০০১ বইয়ের লেখকঃ মতিউর রহমান মল্লিক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ