অনুস্বার
অনুস্বার pdf বই ডাউনলোড। কবিকে যখন হতে হয় কবিরাজ মহাজন বাক্যে মতো বাঁশী হয় বাশঁ; যেহেতু মসৃণ চিত্ত জাগে মোটা আশঁ মিহি সুর-পরিবর্তে ককর্শ আওয়াজ তখন সম্ভব নয় কবিতার কাজ।
প্রয়োজনে নিতে হয় হাতে বিপরীত বংশদন্ড (প্রচলি ত বিদ্রুপের রীত)
মালঞ্চের প্রান্তে তাই ঠাঁই পায় বাশঁ। বিশেষ জীবনের তরে অতি প্রয়োজন বাঁশের আবাদ কভু নহে নিরর্থক ইত্যাকার কথা ভেবে করিনু পরখ, অবশ্য হয়েছে জানি কাব্য সংকোচন; অনন্য উপায় তাই ত্যক্ত করি মন
অগত্যা দেখাতে হলো হংস মাঝে বক।
আরও দেখুনঃ অনিঃশেষ আলো ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
তোমার স্বরূপ বোঝা অতিশয় দুরূহ ব্যাপার যেহেুত সঠিক বর্ণ কখনো কর না উন্মোচন, হিতৈষীর ছলে পরো মোহনীয় রঙ্গিন ব্যাপার; তা দেখে অবশ্য হয় আমাদের মন উচাটন। নিশ্চিন্ত বিশ্বাসে চলি, অকস্মাৎ সুযোগ বুঝিয়া র্যাপার খুলিয়া ফেলো (আমরা বিস্ময়ে হতবাক) পালানোর চেষ্টা করি প্রাণপণে দুচোখ বুজিয়া স্খলিত মূয়ুর-পুচ্ছ-ধাওয়া করো দাড়ঁকাক।
অতঃপর ভাগ্যদোষ তোমারি খনিত খালে পড়ি প্রথমে তর্জন চলে দলশুদ্ধ ক্রমে নিরুত্তাপ জানি না তো কত দিন এ কাজে দিয়েছ হাতে খড়ি? সাফল্য প্রমাণ করে নির্বোধের এ অজ-বিলাপ; বুদ্ধির জারজ তুমি নিয়ত ঘটাও বিসম্বাদ, মানুষকে ফাকিঁ দিতে জানি তুমি অতীব ওস্তাদ।
আরও দেখুনঃ অনিঃশেষ আলো ৩য় খন্ড pdf বই ডাউনলোড
তোমাকে দেখেছি আমি মুক্তকচ্ছ বক্তৃতার কালে অকৃপণ বজ্র কন্ঠে ফুটে ওঠে সংখ্যাহীন কথা।
তবু দেখি সেই বানী বয়ে আনে বিষম ব্যর্থতা তোমার সম্পর্কে বন্ধু বহু কথা হয় আবডালে; তুমিও বুঝিতে সব একবার পিছনে তাকালে। তোমার সময় কই ? তুমি যেন বাসন্তী-কোকিল পরের বাসার দিকে ছুড়েঁ ফেলে ব্যস্ততার ঢিল নতুন বসন্ত পানে উড়ে যাও ঠিক গ্রীস্মকালে।
তোমার বরাতে নাই এবম্বিধ আরাম-আয়েশ জঙ্গলে, সমুদ্রে, জলে তাড়া খেয়ে ভাগ্য বেড়ানোর
অগত্যা পৌঁছানো তাই আমাদের সংগীতের রেশ হতে পারো ভাগী এর যদি থাকে অদৃষ্টের জোর;
আর নাহি পারো যদি নামাতে ও মনুষ্যত্ব বিষ তাহলে তাড়াও যেয়ে যথাস্থানে বনের মহিষ।
আরও দেখুনঃ অনিঃশেষ আলো ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে অনুস্বার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাটি গন্ধা বইয়ের ধরণঃ বাংলা সাহিত্য বইয়ের সাইজঃ 2.32 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ ফররুখ আহমদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ