অন্তরের আমল ইখলাস
অন্তরের আমল ইখলাস pdf বই ডাউনলোড। ইখলাসের আভিধানিক অর্থ: ইখলাস শব্দটি আরবি শব্দ হতে নির্গত। এ শব্দের [মুজারেয়] হল, আর এর মাছদার, অর্থাৎ,নিরেট বা খাটি বস্তু; কোনো বস্তু নির্ভেজাল ও খাটি হওয়া এবং তার সাথে কোন কিছুর সংমিশ্রণ না থাকাকে ইখলাস বলে। যেমন, বলা হয়, লোকটি তার দ্বীনকে কেবল আল্লাহর জন্যই খাস করল।
লোকটি তার দ্বীনের বিষয়ে আল্লাহর সাথে কাউকে মিলায়-নি বা শরিক করে নি । আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্যে থেকে আপনার মুখলিস বা একান্ত বান্দাগণ ছাড়া !! এখানে শব্দটির লাম যবর সহকারে রয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তরের আমল দ্বীনদারি pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- মরু সিংহ pdf বই ডাউনলোড
- অন্তরের ব্যাধিসমূহ তাদের চিকিৎসা pdf বই ডাউনলোড
তবে কোনো কোনো কেরাআতে অর্থাৎ নামের নীচে যের সহকারেও পড়া হয়েছে। সালাব রহ. বলেন, (লাম এর নীচে যের সহকারে ) এর অর্থ যারা ইবাদতকে কেবল আল্লাহর জন্যই করে থাকেন। আর (লামের উপর যবর সহকারে) এর অর্থ, যাদেরকে আল্লাহ একান্তভাবে নিজের করে নিয়েছেন।
আল্লাহ তাআলা আমাকে অন্তরের আমলসমূহ বিষয় সম্বলিত একটি ইলমী প্রশিক্ষণ কোর্স প্রদানের সুযোগ দেন, যাতে মোট বারোটি ক্লাস ছিল। আর আমার সাথে যাদ গ্রপের ইলমী বিভাগটি ছিল। তারা আলোচনাগুলোকে বর্তমানে বই আকারে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্তরের আমলসমূহের প্রথম আমল হল ইখলাস।
যা ইবাদতের মগজ ও রুহ এবং আমল কবুর হওয়া বা না হওয়ার মানদন্ড। আর ইখলাস অন্তরের আমলসমূহের সর্বাধিক গুরুত্বপূর্ন বিষয় ও সর্বোচ্চ চূড়া ও আমলসমূহের প্রধান ভিত্তি। আর এটিই হল, সমস্ত নবী ও রাসুলদের দাওয়াতের চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদাত করে তারই জন্য দীনকে একনিষ্ঠ করে। {সূরা} আল-বান্যিনাহ, আয়াত: ৫}
আল্লাহ তাআলঅ আরও বলেন,জেনে রাখ, খালেস দ্বনি তো আল্লাহরই । [সূরা আয-যুমার: ৩] আর আল্লাহর দরবারে আমাদের কামনা তিনি যেন আমাদের আমলগুলো কবুল করেন, আমাদের নিয়্যতসমূহে ইখলাস তথা নিষ্ঠা প্রদান করেন এবং আমাদের অন্তরসমূহ সংশোধন করে দেন। নিশ্চয় তিনি শ্রবণকারী দোআ কবুলকারী ।
নিচে অন্তরের আমল ইখলাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.76 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ অনুবাদঃ জাকের উল্লাহ আবুল খায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ