অন্তরের ব্যাধিসমূহ তাদের চিকিৎসা
অন্তরের ব্যাধিসমূহ তাদের চিকিৎসা pdf বই ডাউনলোড।ইবনুল কায়্যিম রহ. বলেন অন্তরের জীবনীশক্তির চাবিকাঠি নির্ভর করে কুরআনের উপর গভীরভাবে চিন্তাভাবনা করা, গোপনে আল্লাহর সম্মুখে নম্র থাকা এবং পাপ বর্জন করার উপর। আল্লাহ তায়ালা বলেন, এক কল্যাণময় কিতাব , এটি আমি তোমার উপর আবতীর্ণ করেছি।
যেন এর আয়াতগুলো নিয়ে তারা গভীরভাবে চিন্তাভাবনা করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহন করে। [সূরা যোয়াদ, ৩৮:২৯] সুতরাং আল্লাহ আমাদের জানিয়ে দিলেন যে তিনিই এই মহান কুরআন নাযিল করেছেন যা কিনা এর বাক্য প্রকাশের ধারায়, এর অর্থে, আদেশ-নিষেধে এবং নিয়মকানুন ও বিধিবিধানে পবিত্র।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তরের আমল দ্বীনদারি pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- মরু সিংহ pdf বই ডাউনলোড
- অন্তরের ব্যাধিসমূহ তাদের চিকিৎসা pdf বই ডাউনলোড
এর অনুগ্রহগুলোর মধ্যে একটি হল, যে ব্যক্তি এই কিতাবের একটি শব্দ ও তিলাওয়াত করে তবে তার জন্য রয়েছে একটি সওয়াব আর এই সওয়াবটি দশগুণ বৃদ্ধি পায়। যেমনি বর্ণিত হয়েছে আত-তিরমিযি কতৃক বর্ণিত হাদিসে, তিনি এটিকে হাসান সাহিহ বলেছেন।
এর অনগ্রহগুলোর মধ্যে এটিও একটি অনুগ্রহ যে, যে ব্যক্তি কুরআন পড়ে আর এর উপর আমল করে, সে এই দুনিয়াতে পথভ্রষ্ট হবে না আর পরকালেও কোন দুঃখ দর্দশায় পতিত হবে না। যেমনটি ইবন আব্বাস রাঃ এই আয়াতের তাফসীরে বলেছেন। যে আমার পথ অনুসরণ করবে যে পথভ্রষ্ট হবে না আর দুঃখ-কষ্টে পতিত হবে না। [সূরা তোয়াহা,20:১২৩]
পবিত্র কুরআনের অনু্গ্রহগুলোর মধ্যে এটি অন্যতম অনুগ্রহ যে, যে ব্যক্তি এর শিক্ষা গ্রহণ করে আর এর শিক্ষা প্রদান করে, সে শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন; যেমনটা বর্ণিত হয়েছে আল-বুখারির হাদিসে- সে ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, যে কুরআন শিখে আর এরপর তা শেখায় ।
এটিও কুরআনের অনুগ্রহগুলোর মধ্যে একটি অনুগ্রহ যে, এটি বিচার দিবসে এর সাথীদের জন্য শাফায়াত (সুপারিশ) করবে- যারা এটি নিয়ে দুনিয়াতে আমল করতো, যেমনটা যানা যয় ইমাম মুসলিম কতৃক তারা সাহিহত বর্ণিত দুটো হাদিস থেকে। মহিমান্বিত আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে তিনি কুরআন অবতীর্ণ করেছেন ।
নিচে অন্তরের ব্যাধিসমূহ তাদের চিকিৎসা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 2.72 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ রহ. অনুবাদঃ দ্যা গ্রেটেষ্ট ন্যাশনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ