অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জন
অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জন pdf বই ডাউনলোড। ক) পেশাব ও পায়খানা: হাদীছে এসেছে, আবু হুরায়রাহ রাঃ হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাঃ বলেছেন, যখন তোমাদের কেউ জুতা দ্বারা নাপাক জিনিস মাড়ায়, তবে (পরবর্তী মাটি তার জন্য পবিত্রকারী। )
আনাস ইবনু মালে রাঃ হতে বর্ণিত তিনি বলেন, একদা আমরা রাসুলুল্লাহ সাঃ এর সাথে মসজিদে ছিলাম, এমন সময় এক বেদুইন আসল এবং মসজিদে দাড়িঁয়ে পেশাব করতে লাগল। রাসুল সাঃ-এর সাহাবীগণ বলে উঠলেন, রাখ রাখ!। তখন রাসুলুল্লাহ সাঃ বললেন, তাকে বাধা দিও না, তাকে তার অবস্থায় ছেড়ে দাও।
আরও দেখুনঃ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদবিরোধী স্বাধীনতার সংগ্রাম pdf বই ডাউনলোড
সুতরাং তারাঁ তাকে ছেড়ে দিলেন, যে পর্যন্ত না সে পেশাব করল। অতঃপর রাসুলুল্লাহ সাঃ তাকে ডাকলেন এবং বললেন দেখও এই মসজিদ সমূহে পেশাব ও অপবিত্রকরণে মত কিছু করা সঙ্গত নয়। এটা শুধু আল্লাহর যিকিন, সালাত ও কুরআন পাঠের জন্য। আনাস রাঃ বলেন, অতঃপর রাসুল ছাঃ লোকদের মধ্যে একজনকে নির্দেশ দিলেন।
ইসলাম কতই না সুন্দর একটা ধর্ম যেখানে অপবিত্র বস্তু থেকেও পবিত্রতা অর্জন করা যায়।
সে এক বালতি পানি আনল এবং তার উপর ঢেলে দিল।অতএব উপরোক্ত হাদীছদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে, পেশাব ও পায়খানা অপবিত্র যা থেকে পবিত্রতা অর্জন করার মাধ্যম হল পানি এবং মাটি। গোশত খাওয়া হালাল এমন পশুর প্রবাহিত রক্ত: যে সকল পশুর গোশত খাওয়া হালাল সেগুলি যবেহ করলে যে রক্ত প্রবাহিত হয়, তা অপবিত্র। তবে যেসব রক্ত গোশতের মধ্যে থেকে যায়।
আরও দেখুনঃ ১০১ মাদানী ফুল pdf বই ডাউনলোড
তা পবিত্র। আল্লাহ তাআলা বলেন, কিংবা প্রবাহিত রক্ত (অপবিত্র) (আন আম ১৪৫)। গোশত খাওয়া হারাম এমন প্রানীর মল-মুত্র: যে সকল প্রাণীর গোশত খাওয়া হারাম সেগুলির মল-মুত্র অপবিত্র। যেমন- ইঁদুর, বিড়াল, কুকুর গাধা ইত্যাদির মল-মুত্র। হাদীছে এসেছে আব্দুল্লাহ রাঃ হতে বর্ণিত,।
তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাঃ পায়খানা করার ইচ্ছা করলেন। তখন তিনি বললেন, আমাকে তিনটি পাথর নিয়ে এসে দাও। আমি তারঁ জন্য দুটি পাথর ও গাধার মল পেলাম। তিনি পথর দুটি গ্রহণ করলেন এবং গাধার মল ছুড়ে ফেলে দিয়ে বললেন, এটা অপবিত্র। এ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, গোশত খাওয়া হারাম পশুর মল-মুত্র অপবিত্র।
আরও দেখুনঃ ৫০০ ফতোয়া pdf বই ডাউনলোড
নিচে অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 1.17 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ শরিফুল ইসলাম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ