অপারেশন মাজার ই শরীফ
অপারেশন মাজার ই শরীফ pdf বই ডাউনলোড। রাত একটা। অদূরে মাজার-ই-শরীফের প্রবেশ দ্বার আফগান এক প্রদেশের রাজধানী মাজার-ই শরীফ । রাস্তাটি প্রশস্ত। তবে সাফ চলা পথের মত আকাঁবাকা। দুধারে উচুঁ উচুঁ পাহাড় দৈত্যের মত দাড়িয়ে। পশ্চিমে আকাশে শুক্ল পক্ষের চাদঁ হাসছে, তার কিরণে দূরের মরুভূমিকে রসহ্যময় মনে হচ্ছে । মাসুদ পাহাড়ের পা ঘেষে নামছে ছায়ার মত নিঃশব্দে।
প্রচন্ড ঠান্ডা পড়েছে আজ। তবুও শরীর ভিজে উঠেছে ঘামে। দুদিন গোসল করা হয়নি । গায়েম জামা থেকে দুর্গন্ধ চড়াচ্ছে। মাসুদ নেমেই চলেছে-খুব সন্তর্পণে, সতর্কতার সাথে। মাজার শরীফে প্রবেশের সকল পথ বন্ধ।
আরও দেখুনঃ অপারেশন মরু প্রান্তর pdf বই ডাউনলোড
বন্ধ প্রধান সড়কে চলাচল করাও। তাই এই দুর্গম পথ বেছে নিয়েছে সে। কাধেঁ গুরু দায়িত্ব। সোভিয়েত সৈন্যরা বাগলান শহর পুনর্দখল করতে চায়। একজন্য তারা খুব তোড়জোড় চালাচ্ছে। তাদের সব তোড়জোড় বানচাল করতে হবে। তাই বিশ্ব মুজাহিদ নেতারা বাংলাদেশী এই তরুন মুজাহিদকে নির্বাচিত করেছেন। কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ।
শেষ বর্ষের পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলো। এমন সময় সোভিয়েত সৈন্যরা প্রবেশ করলো আফগানিস্তানে। অন্যদের সাথে সেও যোগ দিলো মুজাহিদ বাহিনীতে। অসম সাহসিকতা আর বীরত্বের ফলে নাম করে ফেলল অল্প দিনেই। তার পর থেকে তার কাধেঁ পড়তে থাকলো বিভিন্ন অপারেশনের গুরু দায়িত্ব।
আরও দেখুনঃ বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
মাইমানা-মাজার সড়কে এতো রাতে গাড়ি চলার কথা নয়। তবুও চলছে। সবই সামরিক গাড়ি। কোনটি এসেছে, কোনটি যাচ্ছে। সৈন্য বোঝাই কোনটিতে । কোনটিতে মালপত্র ও গোলা-বারুদ। তাহলে সত্যিই কি ওরা বাগালান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে?। একটু থামলো মাসুদ।
জিরিয়ে নিলো কিছুক্ষণ। হাত-পায়ের শক্তি কমে আসছে যেন। বেশ কষ্ট হচ্ছে নামতে । আরো একটি গাড়ি চলে গেল রাস্তা দিয়ে। সম্ভবত অস্ত্রবাহি গাড়ি। নিঝুম রাতে গাড়ির শব্দটি অদ্ভূত শোনালো । আকাশের কটির নিশাচর পাখি ডানা ঝাপটাঁ মারছে আর উড়ছে। মাঝে মাঝে তার স্বরে চিৎকার করছে।
আরও দেখুনঃ অপরিচিতা pdf বই ডাউনলোড
নিচে অপারেশন মাজার ই শরীফ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কিতাব কেন্দ্র বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 8.52 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ মাসউদ আল আযহারি অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ