অবশেষে মিলন
অবশেষে মিলন pdf বই ডাউনলোড। আজ তার পকেটে পয়সা নেই। দুদিন হেটেলের সিট ভাড়া দেয়া হয়নি। গত কাল থেকে খাওয়া-দাওয়া হয়নি বললেই চলে। দুপুরে ও রাত্রে শুধু দুটো পাউরুটি খেয়ে আছে। বেলা নটার দিকে এক গ্লাস পানি খেয়ে হোটেল থেকে বেরোল। নবাবপুর রোডের দুপাশে যতগুলো মেশিন টুলসের দোকান ছিল, সবগুলোতে চাকরির চেষ্টা করল। কিন্তু কেউ চাকরি দিল না। দুএকজন দোকানের মালিক অবশ্য বললেন, এভাবে আপনি চাকরি পাবেন না।
আজকাল অপরিচিত লোকদের চাকরি দেয়া খুব রিস্কি। যদি আপনি পরিচিত কাউকে আনতে পারেন এবং সে যদি আপনার সিকিউরিটি নেয়, তা হলে কিছু ব্যবস্থা করা যেতে পারে। ঢাকায় মনিরুলের পরিচিত কেউ নেই।
আরও দেখুনঃ অবশেষে সত্যপথের সন্ধান পেলাম pdf বই ডাউনলোড
তাই সে চিন্তা বাদ দিয়ে আনমনে হাটতেঁ হাটতেঁ বাংলাদেশ ব্যাংক পার হয়ে উত্তর দিকে যেতে লাগল। তখন বেলা প্রায় একটা । আজ দুদিন তার ভাত খাওয়া হয়নি। দাদাজীর স্বপ্নের কথা ভাবতে ভাবতে মনের জোরে এতটা হাঁটাহাটিঁ করে চাকরি খুজেছে । গ্রীস্মের প্রখর রোধে ঘামে তার জামা-কাপড় ভিজে গেছে।
এখন যে খুব পিপাসায় কাতর। পা আর উঠতে চায় না। ধীরে ধীরে হাটঁছে ধনী ঘরের আদরের দুলাল। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। জন্মবধি কষ্ট কি জিনিষ জানে নি। সামনে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি দেখতে পেয়ে সেখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে লাগল। ছাউনিতে কনফেকসরারির দোকান।
আরও দেখুনঃ অপূর্ব অপেরা pdf বই ডাউনলোড
অনেকে কত কি কিনে খাচ্ছে। সেদিকে কয়েকবার চেয়ে ক্ষিধেটা আরো প্রচন্ড অনুভব করল। সে আর বসে থাকতে পারল না। উঠে আবার উত্তর দিকেই হাটঁতে আরম্ভ করল। আর দিলে দিলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগল, হে আল্লাহ তুমি তো সব কিছু করার মালিক,
তোমার করুণা না পেলে কোনো জীব বাচঁতে পারে না। তোমার করুণা সমস্ত মাখলুকাতে অহরহ বর্ষিত হচ্ছে। আমি তোমার সমস্ত মাখলুকাতের মধ্যে একজন নাদান বান্দা । তুমি তোমার সেই অপার করুণা থেকে আমাকে কিঞ্চিত দান করে আমার কিছু একটা ব্যবস্থা করে দাও।
আরও দেখুনঃ অপারেশন মরু প্রান্তর pdf বই ডাউনলোড
নিচে অবশেষে মিলন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নুর-কাসেম পাবলিশার্স বইয়ের ধরণঃ বাংলা সাহিত্য বইয়ের সাইজঃ 23.9 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ কাসেম বিন আবু বাকর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ