অবিশ্বাসের অযৌক্তিকতা
অবিশ্বাসের অযৌক্তিকতা pdf বই ডাউনলোড। এই বিশ্বের বিভিন্ন দূরত্বে অবস্থিত মানুষের ধর্ম ও বিশ্বাস বিবেচনা করলে কিছু মৌলিক বিষয় অনুধাবন করা যাবে। অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারতে, ইউরোপ ইত্যাদির কথা চিন্তা করা যেতে পারে। তবে এই বিবেচনার জন্য সময়-সীমাকে অন্তত দেড়-দুই হাজার বছর পর্যন্ত পিছিয়ে নিতে হবে। এসব দেশের সকল বিশ্বাসের পিছনে অশরীরী সত্তার উপর বিশ্বাস পাওয়া যাবে।
আত্মায় বিশ্বাস পাওয়া যাবে; এক খোদার ধারণা পাওয়া যাবে। আবার এই জগত পরিচালনার কার্য কিছু অধস্তন দেব-দেবীও । মানুষের দেখা যাবে খোদায়ী ধারণা ঘিরে: সুখে , দুখে, ব্যথা-বেদানায়। মানুষ এক অসহায় সত্তা।
আরও দেখুনঃ অবাঞ্ছিত উইল pdf বই ডাউনলোড
তার অসহায়ত্বকে ঘিরেই দেখা যাবে ধর্ম ও অধর্ম সবই চালিত: কেই রোধে ভুগছে-আরোগ্য চায়; কারো বাচ্চা মরছে-বাচঁতে চায়; কারো বিপদ -উদ্ধার পেতে চায়। এভাবে অসংখ্যা প্রয়োজন। মানুষ তার দুর্বলতার সীমা বুঝে; প্রয়োজনে সেই সীমা অতিক্রম করতে চায়। আপনি একটি সুন্দরী মেয়ে দেখেছেন। বিয়ে করতে চান, কিন্তু সে আপনাকে চায় না।
বা তার পরিবার রাজি হবে না। এখন তাবিজাত-পথ ধরবেন, বা যাদুর। আপনি খেলায় জয়ী হতে চান, তাই যাদু-বাগির কাছে যাওয়া এসব হচ্ছে ক্ষমতার সীমা কে ঘিরে- আপনার দুবর্লতাকে লাঘব করতে। একটি দুর্বল সত্তার চাহিদা যে মিটিয়ে দেবে সে তার কাছেই যাবেই -সোজা কথা। কিন্তু চাহিদা মেটানো আর চাহিদা মেটানোর আশ্বাস নিয়ে খেলা-এই দুই জিনিস কখনো এক নয়।
আরও দেখুনঃ অবাক সেনাপতি pdf বই ডাউনলোড
ধর্ম ও অর্ধমের খেলা এখানেই। অনেক বস্তুতান্ত্রিক ব্যবসায় ও এই সুত্রে প্রথিত-দুর্বলের অসহায়ত্ব ঘিরে।ধর্ম হচ্ছে মানুষ মানুষকে প্রতারণা করা থেকে বিরত রাখা, অপরকে না ঠকানো; জুলুম নির্যাতন না করা। প্রাচীন সমাজ এগুলো করত।
আজকের সমাজও তাই করে। বরং এখন তা চরম রূপে ইসলাম ধর্মের নবী করীম সাঃ বলেন ,ধর্ম হচ্ছে নসিহত। প্রাচীন আরবিতে নাসাহা ক্রিয়ার অর্থ হচ্ছে কোন কিছু নিস্কলুষ হওয়া, পবিত্র হওয়া। এই শব্দটি মধু সংগ্রহ থেকে ধারিত।
আরও দেখুনঃ অবশেষে মিলন pdf বই ডাউনলোড
নিচে অবিশ্বাসের অযৌক্তিকতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 20.8 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ এম আহমদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ