অবিশ্বাসের ভাইরাস
অবিশ্বাসের ভাইরাস pdf বই ডাউনলোড। আমাদের সমাজে কিছু কিছু লোক নিজেদের মুক্তমনা ভাবেন। তাদের দাবি হচ্ছে তারা নাকি মুক্ত-চিন্তক যুক্তিবাদী। তারা ট্রাডিশন বা প্রাচীন প্রাতিষ্ঠানিকতা-মুক্ত অথবা এগুলো থেকে মুক্ত হতে কাজ করছেন এবং মানুষকে মুক্ত করতেও চাচ্চেন ।
তো হঠাৎ করে মানুষের মাথায় কি মুক্ত-চিন্তা এসে হাজির হয়, না চিন্তা আসলে ঐতিহাসিক, মানুষের ক্রমান্বয়িক চিন্তার ফল? যদি তাই হয়, তবে বিষয়টি কী তা দেখা দরকার ।এখানে মুক্তমনা হওয়ার যে দাবি বা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে আমরা প্রথমে সেটা বুঝার চেষ্টা করব।
আরও দেখুনঃ অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
প্রথমে মুক্ত শব্দটি বিবেচনা করি। সরল-সহজভাবে বলতে গেলে আমাদের ভাষার সকল শব্দ তাদের বিপরীত ধারণার মোকাবেলায় অর্থ লাভ করে। ঠান্ডা গরমের মোকাবেলায় শক্ত, নরমের মোকাবেলায়, সত্য মিথ্যার মোবাবেলায় ইত্যাদি।
আমরা যখন বলি মুক্ত আকাশের পাখি তখন মুক্ত কোন জিনিস তা সহজে বুঝতে পারি। আমরা যখন বলি পাখিটি খাচাঁয় বন্দী অথবা লোকটি এখন রাজার বন্দীশালায় আবদ্ধ, তখন বন্ধন আর মুক্ত অবস্থার কথা বুঝি। উদাহরণের পাখিটি নিজ ইচ্ছায় খাচাঁয় গিয়ে আবদ্ধ হয়নি আর বন্দীশালার লোকটিও নিজ ইচ্ছায় বন্দীদশা গ্রহণ করেনি।
আরও দেখুনঃ খারেজী করা pdf বই ডাউনলোড
এখানে সতত ইচ্ছার স্বাধীনতা ও অধীনতা প্রকাশ পায়। আমরা যদি বন্দীশালার লোকটির ব্যাপারে বলি, সে এখন মুক্ত তখন বুঝি যে এখন তার স্বাধীনতা ফিরে ফেয়েছে। সে েএখন যথেষ্ট বিচরণ করতে পারে। তার কর্মে ইচ্ছার স্বাধীনতা এসেছে: সে যেখানে সেখানে যেতে পারে। অর্থাৎ েএখন সে স্বাধীন সর্বাবস্থায় মুক্ত।
কিন্তু যে ব্যক্তি কোন বন্দীশালায় আবদ্ধ ছিল না, এবং এখনও নয়, সে যদি বলে, আমি এখন মুক্ত মানুষ তাহলে বুঝতে হবে শব্দের রূপকাত (metaphoricity) ব্যবহার করা হচ্ছে। এই ধরণের রূপক ব্যবহার অনেক ভাবে করা যেতে পারে। এক ব্যাক্তি বন্দীশালার ভিতরে থেকেও বলতে পারে আমি মুক্ত আকাশের পাখি। এখানে শ্লেষাত্মক অথবা ব্যঙ্গাত্মক অর্থও আসতে পারে।
আরও দেখুনঃহারাম গনতন্ত্র pdf বই ডাউনলোড
নিচে অবিশ্বাসের ভাইরাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 13.6 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ কাজী নজরুল ইসলাম (কবি) অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ