অমিয় বাণী
অমিয় বাণী pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালা চাড়া কোন আলো আলো নেই, সবই অন্ধকার। আমরা সবাই আল্লাহ থেকে আগত। । সমগ্র বিশ্বজগতই আল্লাহ কাছ থেকে আগত, সবই আল্লাহর ইচ্ছার প্রকাশ (তাজাল্লী। আর সমগ্র বিশ্বচরাচরই তার দিকে প্রত্যাবর্তন করবে। এককথায় আম্বিয়ায়ে কেরামের যাবতীয় লক্ষ্য ও উদ্দেশ্য হলো মারেফাতুল্লাহ (আল্লাহর জ্ঞান-পরিচয় দান) অহীর মুল আর্দশই ছিলো মানুষের জন্যে মারেফাত (জ্ঞনপ্রজ্ঞা) সৃষ্টি।
আউলিয়ায়ে কেরামের বেশীর বাগ ফরিয়াদই হলো প্রিয়তম আল্লাহ ও তার অনুগ্রহ থেকে দূরে ও বিচ্ছিন্ন থাকার বিরহ বেদনা। আম্বিয়া ও আউলিয়ায়ে কেরামের অর্জিত যাবতীয় কামালতের (পূর্ণতা ও উন্নতি) পেছনে রয়েছে গায়রুল্লাহ থেকে মন উঠিয়ে নেয়া ও একমাত্র আল্লাহর প্রতিই মনোযোগী হওয়া।
আরও দেখুনঃ অভিমানী বউ pdf বই ডাউনলোড
আল্লাহর জিয়াফতখানায় সে বিষয়টি মানুষকে পথ খুলে দেয় তা হলো গায়রুল্লাহকে পরিত্যাগ করা, আর এ বিষয়টি সবার পক্ষে অর্জন সম্ভব নয়। নিজেদেরকে খোদার দাসত্বের দরিয়া, নবুয়্যতের দরিয়া ও কুরআনুল করিমের দরিয়ার সাথে সংযুক্ত করুন। জেনে রাখুন ইবাদত ও বন্দেগীর অত্যাবশ্যক।
দিকগুলোর একটি হচ্ছে আল্লাহতায়ালার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামতগুলোর জন্যে কৃতজ্ঞতা ও শোকরিয়া জ্ঞাপন। প্রত্যেকের উচিত নিজ সাধ্যানুযায়ী এ শোকরিয়া জ্ঞপরে তৎপর হওয়া। যদিও আল্লাহতায়ালার প্রাপ্য শোকরজারি করার ক্ষমতা সৃষ্টির কারোইনেই।
আরও দেখুনঃ অবৈধ অরণ্য pdf বই ডাউনলোড
অত্যন্ত স্পষ্ট যে, আল্লাহতায়ালার গুণমান, প্রশংসা, কৃতজ্ঞতা ও শোকরগুজারীর জন্য অত্যাবশ্যখ শর্ত হচ্ছে হকতায়ালার পবিত্র মকাম (মর্যাদা ) তার এবং তার মহাপরাক্রমশালী (জালাল ও সুন্দরতম মহানুভব গুণাবলী )
(ছেফাত) সম্পর্কে জ্ঞান ও মারেফাত লাভ করা। খোদার দাসত্বের রীতি হলো এই যে, আল্লাহ শক্তি ব্যতীত অন্য কোন শক্তিকে গ্রাহ্য না করা এবং আল্লাহর প্রশংসা যা আউলিয়ারে কেরাম থেকে এসেছে তাছাড়া অন্য কারো প্রসংসা না করা।
আরও দেখুনঃ অবিশ্বাসের অযৌক্তিকতা pdf বই ডাউনলোড
নিচে অমিয় বাণী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রচনাবলী সংকলন ও প্রকাশনা বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 5.15 MB প্রকাশ সালঃ ১৯৯৬ ইং বইয়ের লেখকঃ ইমামা খামেনী (রহঃ) অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ