অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ
অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ pdf বই ডাউনলোড। একজন অমুসলিম কোনো মুসলিম দেশে প্রবাসী যিম্মি (মুসলিম শাসনে বসবাসকারী অমুসলিম) হিসেবে বসবাস করতে পারে। আর একজন মুসলিম কোনো অমুসলিম দেশে প্রবাসি হিসেবেও বসবাস করতে পারে।
পরিস্থিতি দুচোর যা-ই হোক না কেন, একজন অমুসলিমের প্রতি একজন মুসলিমের কী ধরণের আচরণ করা উচিত? অমুসলিমদের সম্ভাষণ জানালো থেকে শুরু করে তাদের বিভিন্ন উৎসব-অনুষ্ঠান পালন করা সহ, তাদের সাথে মুসলিমদের চালচলন কেমন হওয়া উচিত|
আরও দেখুনঃ অপারেশন কাশ্মীর pdf বই ডাউনলোড
সে ব্যাপারে আমি একটা সচ্ছ ধারণা পেতে চাই শুধু কর্মক্ষেত্রে কোনো অমুসলিমকে কি বন্ধু হিসেবে গ্রহন করার অনুমতি আছে? দয়া করে জানাবেন। উত্তরে: প্রসংসা একমাত্র আল্লাহর জন্য। অমুসলিমদের প্রতি মুসলিমদের কর্তব্যের মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত তার মধ্যে প্রথমত: একজন অমুসলিমদের প্রতি একজন মুসলিমের প্রথম কর্তব্য হলো|
তাকে আল্লাহর দ্বীন, ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি যতদূর সম্ভব, জ্ঞান নিজের বিশুদ্ধ অনুযায়ী বাস্তবিক অর্থে ইসলাম কী, সে ব্যাপারে অমুসলিম ব্যক্তিকে বুঝাতে হবে। কারণ অন্যান্য মুসলিমদের পাশাপাশি কোনো ইহুদী, খ্রিষ্টান কিংবা মুশরিকের প্রতি একজন মুসলিমের সর্বোচ্চ পরিমাণ অনুগ্রহ দেখানো উপায় হলো, তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া ।
আরও দেখুনঃ অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জন pdf বই ডাউনলোড
নবী করিম সাঃ বলেছেন: যে ব্যক্তি অন্যদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সে আমলকারীর সমপরিমান সওয়াব পাবে। (সহীহ মুসলিম, হাদীস নং ১৮৯৩) ।আলীকে রাঃ খায়বারে প্রেরণের সময় রাসুল সাঃ নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন ইহুদীদরকে ইসলামের দাওয়াত দেন। রাসুল সাঃ বলেছিলেন: আল্লাহর কসম !
আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন মাত্র ব্যক্তিকে হিদায়াত দান করেন, তাহলে তোমার জন্য তা হবে লাল উট (সেরা প্রজাতির উট) থাকার চেয়েও অধিক উত্তম। রাসুল সাঃ আরও বলেছিলেন: যে ব্যক্তি অন্যদেরকে সঠিক পথের দিকে আহবান করে, সে তাদের সমপরিমান সওয়াভ লাভ করবে।
আরও দেখুনঃ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদবিরোধী স্বাধীনতার সংগ্রাম pdf বই ডাউনলোড
নিচে অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কুরআনের আলো ওয়েবসাইট বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.18 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ শায়েখ আব্দুল আযিজ ইবনু বাজ রঃ অনুবাদঃ আবদ আল আহাদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ